বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯৯ রান তাড়া করতে নেমে ম্যাচের শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মা এবং ইশান কিষাণের মতো দলের ২ স্তম্ভকে হারিয়ে চাপে পড়ে যায়। তবে ডেওয়াল্ড ব্রেভিস এবং তিলক বর্মা দলের হাল ধরেন। বিশেষ করে ‘বেবি এবি’ মুম্বইয়ের ইনিংসের নবম ওভারে একেবারে ম্যাচের অঙ্কই বদলে দেন।
এই ওভারে বল করতে এসেছিলেন রাহুল চাহার। চাহারের প্রথম বলে তিলক বর্মা ১ রান নিলে স্ট্রাইকে আসেন ব্রেভিস। এর পর বাকি পাঁচটি বলে যেন সুনামী বয়ে যায়। ৪-৬-৬-৬-৬- শেষ পাঁচ বলে ‘বেবি এবি’র সংগ্রহ। যার সুবাদে নবম ওভারে ওঠে মোট ২৯ রান। আর মুম্বই ইন্ডিয়ান্স ৮ ওভারে ২ উইকেটে ৬৩ রান থেকে করে ফেলে ৯ ওভারে ২ উইকেটে ৯২ রান। আর ব্রেভিস ১৬ বলে ১৬ থেকে পৌঁছে যান ২১ বলে ৪৪-এ। ব্রে বিধ্বংসী মেজাজ দেখে আলোড়ন পড়ে গিয়েছে নেট পাড়াতেও।
যে রকম আগ্রাসী মেজাজে ব্যাট করলেন ব্রেভিস, তাতেই বোঝা যায়, তাঁকে কেন বেবি এবি বলে ডাকা হয়। শেষ পর্যন্ত ব্রেভিস অবশ্য ২৫ বলে ৪৯ করে সাজঘরে ফেরেন। মাত্র ১ রানের জন্য অর্ধশতরান মিস করেন তিনি। ওডিয়ান স্মিথের বলে বড় শট খেলতে গিয়ে আর্শদীপ সিং-এর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বেবি এবি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।