বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: '১০০মিটার প্লাস ছয়ে দেওয়া উচিত রান', আকাশকে ট্রোলড করলেন RR স্পিনার

IPL 2022: '১০০মিটার প্লাস ছয়ে দেওয়া উচিত রান', আকাশকে ট্রোলড করলেন RR স্পিনার

আকাশ চোপড়া এবং যুজবেন্দ্র চাহাল।

রবিবার পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা ছিল। এই ম্যাচে পঞ্জাব কিংসের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন চেন্নাইয়ের বোলারদের বিপর্যস্ত করেছিলেন। মুকেশ চৌধুরীকে একটি দুরন্ত ছক্কা হাঁকিয়েছিলেন লিভিংস্টোন। এই ছয়টি ছিল ১০৮ মিটার লম্বা।

রাজস্থান রয়্যালসের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল তাঁর শক্তিশালী বোলিংয়ের পাশাপাশি মজাদার টুইট করার জন্যও বেশ জনপ্রিয়। প্রতিদিনই কিছু না কিছু মজার টুইট করেন। অন্য ক্রিকেটারদের নিয়ে মজা করতে দেখা যায় তাঁকে। ভক্তরা চাহালের এই স্টাইল খুব পছন্দ করেন। এখন সম্প্রতি যুজবেন্দ্র চাহাল প্রাক্তন ভারতীয় ওপেনার এবং বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়ার একটি টুইট নিয়ে তাঁকে ট্রোলড করলেন চাহাল। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আসলে, রবিবার পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা ছিল। এই ম্যাচে পঞ্জাব কিংসের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন চেন্নাইয়ের বোলারদের বিপর্যস্ত করেছিলেন। মুকেশ চৌধুরীকে একটি দুরন্ত ছক্কা হাঁকিয়েছিলেন লিভিংস্টোন। এই ছয়টি ছিল ১০৮ মিটার লম্বা। এই ছয়টি এখনও পর্যন্ত আইপিএল ২০২২-এর দীর্ঘতম ছয়। এই ছক্কাটি দেখার পরে আকাশ চোপড়া টুইট করেছেন যে, ‘১০০ মিটার প্লাস সিক্সে ৮ রান দেওয়া উচিত।’

আকাশ চোপড়ার এই টুইটে পাল্টা কাটক্ষ করেছেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল পাল্টা লিখেছেন, ‘৩টি ডট বলে ১ উইকেট পাওয়া উচিত, ভাইয়া।’

এ দিকে চাহালের টুইটের পাল্টা জবাব দিতে ছাড়েননি আকাশ চোপড়াও। চোপড়া জানিয়েছেন, পরপর তিন উইকেট নেওয়ার পর বোলারের কী পুরস্কার পাওয়া উচিত। যুজবেন্দ্র চাহালের টুইটের জবাবে প্রাক্তন ওপেনার লিখেছেন যে, ‘যদি বোলার তার স্পেলে তিন উইকেট নেন, তবে তার একটি অতিরিক্ত ওভার করা উচিত। এ ছাড়াও, কল্পনা করুন যে কেউ আপনাকে ১০০ মিটার ছক্কায় আঘাত করার চেষ্টা করছে (কারণ এটি একটি 8), তার শেপ হারানোর একটি ভাল সম্ভাবনা রয়েছে… এটি উভয়ই একটি ঝুঁকিপূর্ণ পুরস্কার।’

রবিবার অবশ্য চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন। সিএসকে-কে হারাতে বড় ভূমিকা নেন লিভিংস্টোন। ৫৪ রানে জয় ছিনিয়ে নেয় পঞ্জাব। আর চেন্নাই এ দিন আইপিএলের শুরুতে হারের হ্যাটট্র

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন