সানরাইজার্স হায়দরাবাদের ফাস্ট বোলার উমরান মালিককে নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেছেন যে এমন ফাস্ট বোলার ভারতে তৈরি হচ্ছে দেখে খুব ভালো লাগছে। এত গতিতে বোলিং করছে দেখে বেশ ভালো লাগছে। তবে কপিল দেবও শৃঙ্খলা এবং সঠিক লেন্থের উপর আলাদা করে জোর দিয়েছেন। তাঁর মতে, গতির পাশাপাশি সঠিক লেন্থ খুবই গুরুত্বপূর্ণ।ওমরান মালিককে নিয়ে ক্রিকেট মহলে এখন প্রচুর আলোচনা চলছে। আইপিএল ২০২২-এ তিনি যেভাবে পারফরম্যান্স করেছেন তা দেখে তরুণ ক্রিকেটার প্রচুর প্রশংসা পাচ্ছেন। নিজের গতি দিয়ে সকলের নজর কেড়েছেন উমরান মালিক।
গান্ধীনগরে আয়োজিত একটি অনুষ্ঠানে উমরান মালিককে নিয়ে বিবৃতি দিয়েছেন কপিল দেব। ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন,‘গতি তেমন গুরুত্বপূর্ণ নয়। ভালো গতির সঙ্গে ধারাবাহিকভাবে বোলিং করাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে একটানা ১৫-২০ ম্যাচে একই ধারাবাহিকতা দেখাতে হবে এবং যে কোনও বোলারের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা একটা বড় অর্জন। ভারতে আগে ফাস্ট বোলার ছিল না কিন্তু এখন আমরা সারা বিশ্বের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং এর কৃতিত্ব আইপিএলকে যায়।’
সম্প্রতি উমরান মালিক বলেছিলেন যে তিনি কোনও খেলোয়াড়কে অনুসরণ করেন না এবং তিনি নিজেই বোলিংয়ে তাঁর রোল মডেল। উমরান মালিকের মতে, জোরে বোলিং করার পাশাপাশি সঠিক লেন্থে বোলিং করাই তার আসল লক্ষ্য। তিনি বলেছেন,ইরফান পাঠানের কারণে তাঁর বোলিংয়ে অনেক উন্নতি হয়েছে। তিনি বলেছিলেন যে আমি জম্মু ও কাশ্মীর এবং আমার দেশকে গর্বিত করতে চাই।