প্রথমে ব্যাট করে বেয়ারস্টো-লিভিংস্টোন ঝড়ের সৌজন্যে পঞ্জাব ৯ উইকেটে ২০৯ রানের বড় ইনিংস গড়ে। জবাবে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান করে ব্যাঙ্গালোর। ৫৪ রানে ম্যাচ জিতে যায় পঞ্জাব। হেরে প্লে-অফে নিজেদের লড়াইটা কঠিন করে তুলল আরসিবি।
1/5ব্যাটিং ব্যর্থতা আরসিবি-র পতনের সবচেয়ে বড় কারণ। যে কারণে তারা প্রায় প্রি ম্যাচেই ল্যাজেগোবরে হচ্ছে।
2/5বল হাতেও এ দিন ব্যর্থ হয় আরসিবি বোলাররা। যার নিট ফল ২০৯ রানের বড় ইনিংস গড়ে তারা। মহম্মদ সিরাজ, জোস হ্যাজেলইডরা এ দিন চূড়ান্ত ব্যর্থ হন।
3/5জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন এ দিন অতিরিক্ত ভালো খেলে দিয়েছে। তারা ভালো ছন্দেও রয়েছে। তাদের আটকাতে ব্যর্থ হয় ব্যাঙ্গালোর। যার খেসারত ম্যাচ হেরে দিতে হয়।
4/5ওপেনাররা ব্যর্থ হয়েছেন। মিডল অর্ডার তথৈবচ। আর ফিনিশিং করারও কেউ ছিল না। দীনেশ কার্তিকও এ দিন ত্রাতা হয়ে উঠতে পারেননি।
5/5বিরাট কোহলি চূডান্ত খারাপ ছন্দে রয়েছে। তাঁর ব্যর্থতাও দলের মুখ থুবড়ে পড়ার জন্য দায়ী। তিনি দলকে এ বার ভরসাই জোগাতে পারেননি।