আইপিএল থেকে নাম তুলে নিলেন ইংরেজ তারকা অ্যালেক্স হেলস। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যিনি এবারের আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন।
শুক্রবার একটি বিবৃতিতে ইংল্যান্ডের তারকা ওপেনার বলেন, 'আসন্ন আইপিএল থেকে নাম তুলে নেওয়ার কঠোর সিদ্ধান্ত নিয়েছি আমি। গত চার মাস বাড়ির বাইরে বায়ো বাবলে থাকতে হয়েছে এবং অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আরও একটি সুরক্ষিত পরিবেশে থাকতে ইচ্ছা করছে না আমার। জৈবপ্রযুক্তি বলয়ের ক্লান্তির কারণে আমার থেকে যেমন আশা করা হচ্ছে, সেই পর্যায়ে খেলতে না পারলে তা দল বা আমার পক্ষে সঠিক হবে না।'
এবারের আইপিএলের মেগা নিলামে হেলসকে ১.৫ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর। ইনিংসের শুরুতে তাঁকেই খেলানো হবে বলে ইঙ্গিতও মিলেছিল। এমনকী কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছিল, স্যাম বিলিংসের সঙ্গে ভারতে আসছেন হেলস। কিন্তু কয়েক ঘণ্টা পরই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন ইংরেজ তারকা। আসন্ন মরশুমের জন্য নাম তুলে নিলেও নাইট ব্রিগেডকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, 'নিলামের সময় আমার উপর আস্থা রাখায় এবং গত কয়েক সপ্তাহে লাগাতার সাহায্যের জন্য কেকেআরকে ধন্যবাদ জানাতে চাই। টুর্নামেন্টের জন্য বাজ (ব্রেন্ডন ম্যাককালাম), শ্রেয়স (আইয়ার) এবং পুরো দলকে শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতে কোনও সময় নাইট সমর্থকদের সঙ্গে দেখা করতে চাই।'
হেলসের পরিবর্তে অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক ফিঞ্চকে দলে নিয়েছে কেকেআর। যিনি ৮৭ টি আইপিএল ম্যাচে ২,০০৫ রান করেছেন। গড় ২৫.৭। স্ট্রাইক রেট ১২৭.৭। হাঁকিয়েছেন ১৪ টি অর্ধশতরান। এই প্রথমবার তিনি কেকেআরের জার্সি পরতে চলেছেন। যে কেকেআর আগামী ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলে অভিযান শুরু করতে চলেছে।