দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনা আতঙ্ক যেন চেপে বসেছে। প্রথমে মিচেল মার্শ সহ আরও ৪ জন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হন। তার পরে বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে টিম সেফার্টও করোনায় আক্রান্ত হন। কিছুটা টেনশন নিয়েই বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালসের প্লেয়াররা। তবে বৃহস্পতিবার সকলকে স্বস্তি দিয়ে পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে একাদশে খেলা প্লেয়ারদের প্রত্যেকেরই কোভিডের আরটি পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
প্রথমে ডিসি শিবিরে মোট পাঁচটি কোভিড কেস শনাক্ত করা হয়েছিল। ফিজিও প্যাট্রিক ফারহার্ট, ম্যাসেজ থেরাপিস্ট চেতন কুমার, অলরাউন্ডার মিচেল মার্শ, টিমের ডাক্তার অভিজিৎ সালভি এবং সোশ্যাল মিডিয়ার সদস্য আকাশ মানে কোভিড পজিটিভ ছিলেন। সেই তালিকায় বুধবার যোগ হয় টিম সেফার্টের নামও। প্রসঙ্গত, বাকিদের শরীরে করোনার উপসর্গ না থাকলেও, মিচেল মার্শের উপসর্গ ছিল। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার পর টিম সেফার্ট করোনা পজিটিভ হওয়ায় নিঃসন্দেহে চিন্তা বাড়িয়ে দেয় দিল্লির।
আরও পড়ুন: IPL 2022-এর সর্বনিম্ন রান, পাওয়ার প্লে-তে সর্বোচ্চ স্কোর, হল নজির
আরও পড়ুন:জোসের মতো শতরান করতে না পেরে মেয়েদের থেকে কথা শুনতে হচ্ছে ওয়ার্নারকে
এ দিকে বুধবার মাথায় পাহাড় প্রমাণ চাপ নিয়ে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। ২ তারকা বিদেশি করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি চোটের জন্য দলে পাওয়া যায়নি এনরিখ নরকিয়াকেও। পঞ্জাবের বিরুদ্ধে তিন বিদেশিকে নিয়ে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। সকলে এ দিন কিছুটা ব্যাকফুটেই রেখেছিল দিল্লিকে। কিন্তু হল পুরো উল্টোটাই। দিল্লির দাপটে একেবারে গুটিয়ে গেল পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে ১১৫ রান করে পঞ্জাব কিংস। রান তাড়া করতে নেমে দাপটের সঙ্গে ৫৭ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় ঋষভ পন্তের টিম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।