বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: কবে শুরু টুর্নামেন্ট, কোন গ্রুপে রয়েছে কারা, খেলা হবে কোন কোন মাঠে? জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ তথ্য

IPL 2022: কবে শুরু টুর্নামেন্ট, কোন গ্রুপে রয়েছে কারা, খেলা হবে কোন কোন মাঠে? জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ তথ্য

আইপিএল ট্রফি। (ছবি সৌজন্যে আইপিএল)

মুম্বইের সঙ্গে একই গ্রুপে রয়েছে KKR।

এবার থেকে আইপিএলে ৮টির বদলে ১০টি দল অংশ নেবে এটা সবার জানা। এতদিনে সামনে এল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের নতুন ফর্ম্যাট। ১০টি দল অংশ নিলেও গ্রুপ লিগে কোনও দলের ম্যাচ সংখ্যা বাড়ছে না। আগের মতোই প্রতিটি দল ১৪টি করে লিগ ম্যাচ খেলবে। দেখে নেওয়া যাক আইপিএল ২০২২ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ৫টি তথ্য।

১. আইপিএল শুরু হবে ২৬ মার্চ। ফাইনাল খেলা হবে ২৯ মে।

২. দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে ১০টি দলকে।
এ-গ্রুপে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।
বি-গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস।

৩. টুর্মামেন্টের লিগ ম্যাচগুলি আয়োজিত হবে চারটি স্টেডিয়ামে। খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এবং পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।

৪. টুর্নামেন্টে মোট ৭০টি লিগ ম্যাচ আয়োজিত হবে। সঙ্গে রয়েছে ফাইনাল-সহ ৪টি প্লে-অফ ম্যাচ। সুতরাং, টুর্নামেন্টে খেলা হবে মোট ৭৪টি ম্যাচ।

৫. ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে ২০টি লিগ ম্যাচ, ব্র্যাবোর্ন স্টেডিয়ামে খেলা হবে ১৫টি লিগ ম্যাচ, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে ২০টি লিগ ম্যাচ এবং পুণেতে খেলা হবে ১৫টি লিগ ম্যাচ।

বন্ধ করুন