বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: দর উঠতে পারে ৫০,০০০ কোটি টাকা, IPL-র মঞ্চেও 'লড়াই' অ্যামাজন ও রিলায়েন্সের?

IPL 2022: দর উঠতে পারে ৫০,০০০ কোটি টাকা, IPL-র মঞ্চেও 'লড়াই' অ্যামাজন ও রিলায়েন্সের?

অ্যামাজনের জেফ বেজোস এবং রিলায়েন্সের মুকেশ আম্বানি। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি এবং রয়টার্স)

২০১৭ সালে আইপিএলের টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচার স্বত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া।

এবার ক্রিকেটের ময়দানে মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে অ্যামাজন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার জন্য বিশ্বের দুই কনগ্লোমারেট ঝাঁপাতে পারে বলে সূত্র উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। যদিও বিষয়টি নিয়ে দুই সংস্থার তরফে কোনও মন্তব্য করা হয়নি।

বিষয়টির সঙ্গে অবহিত সূত্র উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, দু'মাসের ক্রিকেট লিগের টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচার স্বত্বের জন্য ঝাঁপাতে পারে অ্যামাজন, রিলায়েন্স, সোনি ইন্ডিয়া এবং ওয়াল্ট ডিজনি। ৫০,০০০ কোটি টাকায় (৫০০ বিলিয়ন টাকা) পাঁচ বছরের স্বত্ব বিক্রি হতে পারে। সেই টাকায় স্বত্ব বিক্রি হলে সেটা সর্বকালীন রেকর্ড হবে। বিশেষত সংশ্লিষ্ট মহলের ধারণা, এবার আইপিএলের মিডিয়া স্বত্ব এমন সংস্থার হাতে যেতে চলেছে, যে সংস্থার হাতে প্রচুর টাকা আছে।

গত মরশুমের প্রথম ভাগে আইপিএলের দর্শকের সংখ্যা ৩৫০ মিলিয়ন ছুঁয়ে ফেলেছিল। বিষয়টি নিয়ে পারিম্যাচের প্রধান অ্যান্টন রুবলিয়েভস্কাই বলেছেন, ‘২৫০ কোটি সমর্থক-সহ বিশ্বের দ্বিতীয বৃহত্তম খেলা হল ক্রিকেট। আইপিএল হল সুপার বোলের মতো।’ যে সংস্থা গত বছরের আইপিএলে বিজ্ঞাপন দিয়েছিল। তিনি বলেন, ‘আপনি যদি সেখানে না থাকেন, তাহলে আপনার কোনও অস্তিত্ব নেই।’

আপাতত স্টারের হাতে আইপিএলের স্বত্ব আছে। ২০১৭ সালে আইপিএলের টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচার স্বত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া। পাঁচ বছরের জন্য ১৬,৩৪৮ কোটি টাকায় সেই স্বত্ব বিক্রি হয়েছিল। যা আইপিএলের সূচনা (২০০৮ সাল) থেকে প্রথম ১০ বছর সোনির হাতে ছিল। সেই সময় অ্যামাজন, রিলায়েন্সের মতো সংস্থাও স্বত্ব কিনতে আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ হাসি হেসেছিল স্টার।

সেই পরিস্থিতিতে এবার একেবারে আদা-জল খেয়ে রিলায়েন্স ঝাঁপিয়েছে। ১.৬ বিলিয়ন ডলার অর্থ তোলার জন্য বিদেশি-সহ বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে মুকেশ আম্বানির মালিকাধীন সংস্থা। রিলায়েন্সের ব্যবসায়িক কৌশলের সঙ্গে অবহিত এক ব্যক্তিকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে, ‘জিও প্ল্যাটফর্ম এবং ডিজিটাল ক্ষেত্র বিস্তারের জন্য রিলায়েন্সের যে দীর্ঘকালীন পরিকল্পনা আছে, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিষয়টি। গত কয়েক মাসে ভায়াকম১৮-এ পুরো বিষয়টি হয়েছে। স্প্যানিশ লা লিগার স্বত্ব কেনা, স্পোর্টস চ্যানেল তৈরি করার মতো বিষয়গুলির মাধ্যমে পুরো ক্ষেত্র প্রস্তুত হওয়া হচ্ছে।’ যদিও বিষয়টি নিয়ে রিলায়েন্স এবং ভায়োকম১৮-এর কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানিয়েছে রয়টার্স। 

সম্প্রতি ক্রিকেট ম্যাচের লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে অ্যামাজন প্রাইম ভিডিয়োয়। বিষয়টির সঙ্গে অবহিত এক ব্যক্তিকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, এবার নিজেদের গ্রাহকদের কাছে আইপিএল নিয়ে পৌঁছে যেতে চাইছে মার্কিন সংস্থা। তবে বিষয়টি নিয়ে রয়টার্সের কাছে মুখে খোলেননি অ্যামাজনের কোনও মুখপাত্র।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.