শারীরিক ধাক্কা কাটিয়ে আবারও আইপিএলের নিলামে ফিরলেন হিউজ এডমিডিস। উঠে দাঁড়িয়ে তুমুল হর্ষধ্বনির মধ্যে তাঁকে স্বাগত জানালেন আইপিএল কর্তারা। সেইসঙ্গে এডমিডিসের ‘সুপার-সাব' চারু শর্মাকেও প্রশংসা ভরিয়ে দিলেন তিনি।
রবিবার আইপিএলের মেগা নিলামের শেষের দিকে চারু বলেন, 'আমি হিউজ এডমিডিসের স্বাস্থ্যের বিষয়ে আমি চিন্তিত ছিলাম। মেডিকেল টিম এবং নিজের সংকল্পের জোরে আপাতত ভালো আছেন তিনি। আমি শুধুমাত্র তাঁর পরিবর্ত হিসেবে এখানে ছিলাম। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আইপিএল নিলামের চূড়ান্ত পর্বের জন্য আসছেন আসল হিউজ এডমিডিস।'
সেই ঘোষণার পরই বেঙ্গালুরুর হোটেলের হলে উপস্থিত আইপিএল ফ্র্যাঞ্চাইজির কর্তা, বোর্ডের কর্তারা উঠে দাঁড়ান। তুমুল হাততালির মধ্যে স্বাগত জানানো হয় এডমিডিসকে। হলে ঢোকার সময় আবেগতাড়িতও হয়ে পড়েন। প্রশংসা করা হয় চারুকেও। তারপর এডমিডিসকে নিলামের পোডিয়াম ছেড়ে দেন ভারতীয় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় উপস্থাপক। শেষ দুটি রাউন্ডের নিলাম পরিচালনা করেন এডমিডিস। তিনিও চারুর প্রশংসা করেন। মজার ছলে নিলাম পরিচালনা করেন।
উল্লেখ্য, শনিবার বেলা ১২ টা থেকে বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম শুরু হয়। প্রথম ঘণ্টাদুয়েক কোনওরকম কোনও অসুবিধা হয়নি। তারইমধ্যে শ্রীলঙ্কার খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম ওঠে। তাঁর বেস প্রাইজ ছিল এক কোটি টাকা। তাঁকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি শুরু হয় সানরাইজার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংসের। শেষের দিকে আগ্রহ দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। তাঁর দাম ১০ কোটি টাকা ছাড়িয়ে যায়। সেই দর কষাকষির মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন নিলামকারী এডমিডিস। মঞ্চ থেকে নীচে পড়ে যান তিনি। সকলেই চমকে যান। কী হয়েছে, তা অনেকেই প্রাথমিকভাবে বুঝতে পারেননি। সেই পরিস্থিতিতে নিলাম পরিচালনার দায়িত্ব তুলে নেন চারু। যে দায়িত্ব অত্যন্ত সাফল্যের সঙ্গে পালন করেছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।