এখনই মাঠে না ফিরলেও নিলামে ফিরলেন ইংল্যান্ডের তারকা পেস বোলার জোফ্রা আর্চার। IPL 2022-এর মেগা নিলামের জন্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের আইপিএল মেগা নিলামে ৫৯০ জন খেলোয়াড় বিড হবেন। এই নিলাম অনুষ্ঠানটি ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। নিলামের আগে অনেক অভিজ্ঞ খেলোয়াড় এতে অংশ নিতে অস্বীকার করেছিলেন। এই খেলোয়াড়দের মধ্যে ছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারও।
প্রথমে জোফ্রে আর্চার এই মরশুমে টুর্নামেন্টে অংশ নিতে চাননি। তবে এর মধ্যেই খবর আর্চার আসন্ন মেগা নিলামের জন্য নিজের নাম পাঠিয়েছেন এবং সেটিও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর্চার কনুইতে চোট পেয়েছিলেন, সেই কারণেই বলা হয়েছিল তিনি এবারের আইপিএলে অংশ নিতে পারবেন না।
তবে, ইসিবি স্পষ্ট করে দিয়েছে যে জোফ্রে আর্চার ২০২৩ এবং ২০২৪ মরশুমে অংশ নেবেন। সেই কারণেই আর্চার নিলামের জন্য নিজের নাম পাঠিয়েছেন। আর্চারকে এই বছর রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে। এর পরে, অর্চার নিলামে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিলামে নিজের বেস প্রাইস দুই কোটি টাকা রেখেছেন আর্চার। তাকে ছাড়াও শেষ মুহূর্তে আইপিএল-এর মেগা মেগা নিলামের জন্য তালিকাভুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজাকে। অজি তারকা ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা।