এবারের আইপিএলেও দুর্দান্ত বোলিং করছেন ভারতের তরুণ বোলার উমরান মালিক। যদিও কয়েকটি মুহূর্তে তিনি বল করার সময়ে বেশকিছু রানের খরচ করেছিলেন, তবু তাঁর বলের গতি কমেনি। গুজরাট টাইটানসেরর বিরুদ্ধেও ওমরান মালিককে বেশ শক্তিশালী দেখাচ্ছিল। তাঁকে নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।
মাইকেল ভন বলেছেন যে উমরান মালিককে দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই তাঁকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে। ভন তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন,‘উমরান মালিক শীঘ্রই ভারতের হয়ে খেলবেন। আমি বিসিসিআই হলে এই সময়ে কাউন্টি ক্রিকেটে কিছু ম্যাচ খেলতে তাদের পাঠাতাম। আমি তাঁর বিকাশে সাহায্য করতাম।’গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ধারাবাহিকভাবে বোলিং করেছেন উমরান মালিক। একটি বল ঘণ্টায় ১৫৩ কিলোমিটার বেগে করেছিলেন। এছাড়া ম্যাথু ওয়েড লেগ বিফোরকে আউট করে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। তাঁর বল ঘণ্টায় ১৪৯ কিলোমিটারের বেশি গতিতে এসেছিল।মাইকেল ভন তার বলের গতি দেখে মুগ্ধ হয়েছেন।
গত মরশুমেও শিরোনামে ছিলেন উমরান মালিক। তাঁর ফাস্ট বল নিয়ে আলোচনা হয়েছিল। মালিকের এই গুণের কারণে নিলামের আগেও তাঁকে ধরে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাটের বিরুদ্ধে ম্যাচে মালিক তাঁর চার ওভারের স্পেলে ৩৯ রানে ১ উইকেট নেন। এরমধ্যেই উমরান মালিকের একটি বল গুজরাটের ক্যাপ্টেন হার্দিকের হেলমেটেও লেগেছিল। এ দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটানস ৭ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ফিফটি করেন। যদিও খুব দ্রুত খেলতে পারেননি তিনি। পান্ডিয়া ৪২ বলে ৫০ রানের ইনিংস খেলেন। এদিনের ম্যাচে ১৯.১ ওভারে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল সানরাইজার্স। ৪৬ বলে ৫৭ রান করেছিলেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।