বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: নেপথ্যের নায়কদের স্বীকৃতি, কিউরেটর ও মাঠকর্মীদের জন্য মোটা টাকা পুরস্কার ঘোষণা BCCI-এর

IPL 2022: নেপথ্যের নায়কদের স্বীকৃতি, কিউরেটর ও মাঠকর্মীদের জন্য মোটা টাকা পুরস্কার ঘোষণা BCCI-এর

মাঠকর্মীদেরও পুরস্কৃত করল বিসিসিআই। -প্রতীকী ছবি।

মহারাষ্ট্রের ৪টি মাঠে খেলা হয় IPL 2022-এর ৭০টি লিগ ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্স ও আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয় প্লে-অফের ৪টি ম্যাচ।

ব্যাট-বল হাতে যাঁরা মাঠ মাতিয়েছেন, নিজেদের দক্ষতা দিয়ে জিতে নিয়েছেন বহু পুরস্কার। তবে পর্দার আড়ালে থেকে যাঁরা ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করে গেলেন দীর্ঘ দু'মাস ধরে, তাঁদেরও ভুলে যায়নি বিসিসিআই। আইপিএল ২০২২-এর ৬টি স্টেডিয়ামের কিউরেটর ও মাঠকর্মীদের জন্য মোটা টাকা পুরস্কার ঘোষণা করে বিসিসিআই।

সোমবার বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে ৬টি স্টেডিয়ামের কিউরেটর ও মাঠকর্মীদের পুরস্কৃত করার কথা ঘোষণা করেন। পুরস্কারের অর্থ নেহাৎ কম নয়। মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বিসিসিআই সচিব।

যে চারটি স্টেডিয়ামে লিগের ম্যাচগুলি হয়, প্রতিটি স্টেডিয়ামকে দেওয়া হচ্ছে ২৫ লক্ষ টাকা করে। অর্থাৎ, ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন, ডিওয়াই পাতিল ও পুণের এমসিএ স্টেডিয়াম পাচ্ছে ২৫ লক্ষ টাকা করে।

আরও পড়ুন:- ফাইনালের সেরা, টুর্নামেন্টের সেরা, সেরা উঠতি তারকা, অরেঞ্জ ও পার্পল ক্যাপ, IPL 2022-এর সব পুরস্কারের তালিকায় চোখ রাখুন

যে দু'টি স্টেডিয়ামে প্লে-অফের ম্যাচগুলি খেলা হয়েছে, তারা পাচ্ছে ১২.৫ লক্ষ টাকা করে। অর্থাৎ, ইডেন ও নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে বিসিসিআই দিচ্ছে সাকুল্যে ২৫ লক্ষ টাকা।

আরও পড়ুন:- IPL 2022: সব থেকে কম ছক্কা মেরেও আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট, জেনে নিন সারা টুর্নামেন্টে কোন দল কতগুলি ছয় মেরেছে

দু'মাসের মধ্যে আইপিএলের মানের ১৫-২০টি করে ম্যাচের জন্য পিচ ও মাঠ প্রস্তুত রাখা মোটেও সহজ কাজ নয়। তবে সেই কঠিন কাজটাই অনায়াসে করে দেখিয়েছেন মাঠকর্মীরা। পিচ নিয়ে ক্ষোভও দেখা যায়নি তেমন।

বন্ধ করুন