বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে আইপিএল ২০২২-এর প্লে-অফের সূচি ঘোষণা করা হল। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল ওমেনস টি-২০ চ্যালেঞ্জের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচিও। ছেলেদের আইপিএলের প্লে-অফ সপ্তাহেই পুণেতে অনুষ্ঠিত হবে ওমেনস টি-২০ চ্যালেঞ্জ বা মেয়েদের সংক্ষিপ্ত আইপিএল।
ছেলেদের আইপিএলের দু'টি প্লে-অফ ম্যাচ আয়োজিত হবে কলকাতায়। ফাইনাল-সহ দু'টি ম্যাচ খেলা হবে আমদাবাদে। কলকাতায় খেলা হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর। ফাইনাল ছাড়া দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে মোতেরায়।
আরও পড়ুন:- IPL-এর মাঝেই দারুণ সুখবর পেলেন নিকোলাস পুরান, নেতৃত্ব দেবেন দলকে
আইপিএল ২০২২-এর প্লে-অফের সূচি:-
তারিখ | ম্যাচ | কেন্দ্র | সময় |
---|
২৪ মে | প্রথম কোয়ালিফায়ার | কলকাতা | ৭টা ৩০ |
২৫ মে | এলিমিনেটর | কলকাতা | ৭টা ৩০ |
২৭ মে | দ্বিতীয় কোয়ালিফায়ার | আমদাবাদ | ৭টা ৩০ |
২৯ মে | ফাইনাল | আমদাবাদ | ৭টা ৩০ |
প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে, তিন দলের ওমেনস টি-২০ চ্যালেঞ্জের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে লখনউয়ে। যদিও শেষমেশ পুণেকেই প্রাধান্য দেয় বিসিসিআই।
আরও পড়ুন:- IPL 22: ইয়র্কার করলেই বুমরাহের থেকে অ্যাপেল আইপ্যাড পুরস্কার মেরেডিথের
ওমেনস টি-২০ চ্যালেঞ্জের সূচি:-
তারিখ | ম্যাচ | কেন্দ্র | সময় |
---|
২৩ মে | প্রথম ম্যাচ | পুণে | ৭টা ৩০ |
২৪ মে | দ্বিতীয় ম্যাচ | পুণে | ৩টে ৩০ |
২৬ মে | তৃতীয় ম্যাচ | পুণে | ৭টা ৩০ |
২৮ মে | ফাইনাল | পুণে | ৭টা ৩০ |
২৪ মে ছেলেদের প্রথম কোয়ালিফায়ারের আগে অনুষ্ঠিত হবে ওমেনস টি-২০ চ্যালেঞ্জের দ্বিতীয় ম্যাচ। প্লে-অফ সপ্তাহে সেই একদিনই ডাবল হেডার দেখা যাবে। এছাড়া বাকি ম্যাচগুলি হবে আলাদা আলাদা দিনে। ছেলেদের আইপিএলের ফাইনালের আগের দিন আয়োজিত হবে ওমেনস টি-২০ চ্যালেঞ্জের খেতাবি লড়াই।