বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022 Best XI: হরভজনের সেরা আইপিএল দলে জায়গা পেলেন KKR তারকা, দ্বাদশ ব্যক্তি শামি

IPL 2022 Best XI: হরভজনের সেরা আইপিএল দলে জায়গা পেলেন KKR তারকা, দ্বাদশ ব্যক্তি শামি

হরভজন সিং। ছবি- টুইটার।

IPL 2022-এর সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিলেন হরভজন সিং। দেখে নিন কারা সুযোগ পেলেন সেই দলে।

আইপিএল ২০২২-তে ১০ দলের ক্রিকেটারদের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে নিজের পছন্দের সেরা একাদশ বেছে নিলেন হরভজন সিং। রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ঋষভ পন্তের মতো টিম ইন্ডিয়ার প্রথম সারির ক্রিকেটারদের জায়গা হয়নি ভাজ্জির বেছে নেওয়া সেরা একাদশে।

তবে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল। সঙ্গত কারণেই টার্বুনেটর নিজের সেরা আইপিএল দলের ক্যাপ্টেন বেছে নিয়েছেন হার্দিক পান্ডিয়াকে।

Sportskeeda-র আলোচনায় সর্দার নিজের বেছে নেওয়া আইপিএল একাদশে ৫ জন বিদেশি ক্রিকেটারকে জায়গা করে দিয়েছেন। যদিও কোনও আইপিএল একাদশে ৪ জনের বেশি বিদেশি ক্রিকেটার রাখা যায় না। পাঁচ বিদেশি তারকার মধ্যে নাম রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেলের। বাকি চারজন হলেন রাজস্থান রয়্যালসের জোস বাটলার, পঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোন, গুজরাট টাইটানসের রশিদ খান ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জোস হ্যাজেলউড। অবাক করার বিষয় এই যে, ভাজ্জি ডেভিড মিলারের নাম বিবেচনা করেননি।

আরও পড়ুন:- রোমাঞ্চকর লড়াই T10 লিগে, স্যাভিওর হ্যাটট্রিকেও ১ রানে হার ইন্ডিয়ান রিভার রোয়ার্সের: ভিডিয়ো

ছ'জন ভারতীয় ক্রিকেটার হলেন লখনউয়ের লোকেশ রাহুল, হায়দরাবাদের রাহুল ত্রিপাঠী ও উমরান মালিক, গুজরাটের হার্দিক পান্ডিয়া, আরসিবির দীনেশ কার্তিক এবং রাজস্থানের যুজবেন্দ্র চাহাল। হরভজন দ্বাদশ ব্যক্তি হিসেবে নাম নিয়েছেন গুজরাটের মহম্মদ শামির।

আরও পড়ুন:- শেন ওয়ার্নকে মনে করালেন গুলাম ফতিমা, পাক স্পিনারের বল কতটা ঘুরল, না দেখলে বিশ্বাস হবে না: ভিডিয়ো

হরভজন সিংয়ের সেরা আইপিএল একাদশ: জোস বাটলার, লোকেশ রাহুল, রাহুল ত্রিপাঠী, লিয়াম লিভিংস্টোন, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, যুজবেন্দ্র চাহাল, রশিদ খান, উমরান মালিক ও জোস হ্যাজেলউড।
দ্বাদশ ক্রিকেটার: মহম্মদ শামি।

বন্ধ করুন