বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: বেগুনি টুপির দৌড়ে সেরা পাঁচে ব্র্যাভো,KKR-এর তারকা দুইয়ে,দেখুন তালিকা

IPL 2022: বেগুনি টুপির দৌড়ে সেরা পাঁচে ব্র্যাভো,KKR-এর তারকা দুইয়ে,দেখুন তালিকা

ডোয়েন ব্র্যাভো? ছবি: পিটিআই

ব্র্যাভো এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন। এক ম্যাচে ২০ রানে ৩ উইকেট এই বার তাঁর সেরা পারফরম্যান্স। 

বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে ১ উইকেট নিলেও, আইপিএল ২০২২-এর পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষ ৫ বোলারদের মধ্যে জায়গা করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। ব্র্যাভো এই ১ উইকেটের হাত ধরেই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ে গিয়েছেন। তিনি এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন। এক ম্যাচে ২০ রানে ৩ উইকেট এই বার তাঁর সেরা পারফরম্যান্স। আইপিএল ২০২২-এ এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওয়ানিন্দু হাসারাঙ্গার সবচেয়ে বেশি ৫টি উইকেট নিয়েছেন।

পার্পেল ক্যাপের দৌড়ে সেরা ৫ বোলার

ওয়ানিন্দু হাসারাঙ্গা: বেস্ট ফিগার- ৪/২০, ইকোনমি রেট- ৭.৫০, ৪ উইকেট- ১ বার, মোট উইকেট- ৫

উমেশ যাদব: বেস্ট ফিগার- ২/১৬, ইকোনমি রেট- ৪.৫০, ৪ উইকেট- একবারও নয়, মোট উইকেট- ৪

ডোয়েন ব্র্যাভো: বেস্ট ফিগার- ৩/২০, ইকোনমি রেট- ৬.৮৭, ৪ উইকেট- একবারও নয়, মোট উইকেট- ৪

আকাশ দীপ: বেস্ট ফিগার- ৩/৪৫, ইকোনমি রেট- ১২.১৪, ৪ উইকেট- একবারও নয়, মোট উইকেট- ৪

কুলদীপ যাদব: বেস্ট ফিগার- ৩/১৮, ইকোনমি রেট- ৪.৫০, ৪ উইকেট- একবারও নয়, মোট উইকেট- ৩

আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়েছেন ডোয়েন ব্র্যাভো। দরকার ছিল ১টি উইকেট। লখনউ সুপার জায়ান্টসের দীপক হুডাকে সাজঘরে ফেরানো মাত্রই ইতিহাস গড়েন ডিজে ব্র্যাভো। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। এই ম্যাচের পরে ব্র্যাভোর আইপিএল উইকেট সংখ্যা দাঁড়ায় ১৭১।

তিনি টপকে গেলেন লসিথ মালিঙ্গাকে। মালিঙ্গা আইপিএলের ১২২টি ম্যাচে ১৭০টি উইকেট নিয়েছেন। ব্র্যাভো কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর উদ্বোধনী ম্যাচে ৩টি উইকেট নিয়ে মালিঙ্গাকে ছুঁয়ে ফেলেন। এবার লখনউয়ের বিরুদ্ধে ১টি উইকেট নিয়ে শ্রীলঙ্কান তারকাকে পিছনে ফেলে দেন।

বৃহস্পতিবার সিএকে প্রথমে ব্যাট করে ২১০ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় কেএল রাহুলের লখনউ।

এই বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা কিন্তু শুরুতেই বেশ খারাপ। পরপর দুই ম্যাচ হেরে তারা চাপে পড়ে গিয়েছে। এ দিকে প্রথম ম্যাচে হারলেও চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ে ফিরল লখনউ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন