বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: হেলমেটে লাগার পর ২ চার,১৫০ কিমির 'তরুণকে এভাবে ছেড়ে দিতে পারি না',বললেন হার্দিক

IPL 2022: হেলমেটে লাগার পর ২ চার,১৫০ কিমির 'তরুণকে এভাবে ছেড়ে দিতে পারি না',বললেন হার্দিক

উমরান মালিকের প্রথম বলই হেলমেটে লেগেছিল। তাতে অবশ্য ধাক্কা খাননি হার্দিক পান্ডিয়া। নিজেই জানিয়েছেন সে কথা। (ছবি সৌজন্যে আইপিএল)

গুজরাটের বিরুদ্ধে প্রথম বলই শর্ট করেন হায়দরাবাদের পেসার। দ্রুতগতির বল পুল করতে যান হার্দিক। কিন্তু কিছুটা দেরি করে ফেলেন। হেলমেটের গ্রিলে বল লাগে।

উমরান মালিকের প্রথম বলই হেলমেটে লেগেছিল। তাতে অবশ্য ধাক্কা খাননি হার্দিক পান্ডিয়া। বরং দ্বিতীয় ও তৃতীয় বলে চার মারেন। ম্যাচের শেষে হেলমেটে বল আছড়ে পড়া নিয়ে আত্মবিশ্বাসের সুরে মজাও করেন গুজরাট টাইটাইনসের অধিনায়ক। হাসিমুখে বলেন, ‘যাবতীয় সম্মান বজায় রেখেই বলছি যে একজন তরুণ তুর্কিকে আমি ওরকমভাবে ছেড়ে দিতে পারি না (হাসি)। আমায় দেখাত হত.. (হাসি)।’

সোমবার আইপিএলে টসে জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ। সপ্তম ওভারে উমরানের হাতে বল তুলে সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম বলই শর্ট করেন। দ্রুতগতির বল পুল করতে যান হার্দিক। কিন্তু কিছুটা দেরি করে ফেলেন। হেলমেটের গ্রিলে বল লাগে। সেই ধাক্কা সামলে পরের দুটি বলে চার মারেন গুজরাটের অধিনায়ক। যিনি শেষপর্যন্ত ৪২ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।

সেই বিষয়টি নিয়ে ম্যাচের পরে সরকারি সম্প্রচারকারী সংস্থায় ধারাভাষ্যকারদের প্রশ্নের জবাবে হার্দিক বলেন, ‘(হাসিমুখে) যাবতীয় সম্মান বজায় রেখেই বলছি যে, একজন তরুণ তুর্কিকে আমি ওরকমভাবে ছেড়ে দিতে পারি না (হাসি)। আমায় দেখাত হত.. (হাসি)। আইপিএল খেলাটা কঠিন। আইপিএলে দৃঢ়তা দেখাতে হয়। ওটায় আমি বিরক্ত হইনি। তবে আমায় কিছুটা জাগিয়ে তুলেছিল বলতে পারেন। তারপর ভালো লাগছিল।’

উল্লেখ্য, মারাত্মক গতিতে বল করছেন। নিয়মিত তাঁর বল স্পিডোমিটারে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের গণ্ডি পেরিয়ে যাচ্ছে। সোমবার গুজরাটের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৩ কিলোমিটার বেগে বল করেছেন। যে ম্যাচে খেলছেন, তাতে ম্যাচে সবথেকে দ্রুত বলের তালিকায় শীর্ষে থাকছেন ২২ বছরের উমরান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.