
IPL 2022: এই ভুলের জন্য ওরা আফসোস করবে, CSK-র কোন ত্রুটি ধরিয়ে এমন বললেন প্রাক্তনী?
১ মিনিটে পড়ুন . Updated: 09 May 2022, 06:15 PM IST- বর্তমানে লিগ তালিকায় আটে থাকা সিএসকের প্লে-অফে পৌঁছনোর আশা কার্যত নেই।
দিল্লি ক্যাপিটালসকে ৯১ রানের বড় ব্যবধানে হারিয়ে চেন্নাই সুুপার কিংস আইপিএল লিগ তালিকায় আটে উঠে এসেছে। তবে এ মরশুমে ছন্দে ফিরতে বড্ড দেরি হয়ে গেল সিএসকের। হলুদ ব্রিগেডের যা অবস্থা, তাতে দল পরের সবগুলি ম্যাচ জিতলেও প্লে-অফে যে পৌঁছতে পারবে না, তা প্রায় নিশ্চিত।
প্রাক্তন ভারতীয় তারকা মহম্মদ কাইফের মতে সিএসকে এ মরশুমে এক বড় ভুল করে ফেলেছ, যার জন্য তাদের আফসোস করতে হবে। Sportskeeda-কে এক সাক্ষাৎকারে কাইফ বলেন, ‘(ডেভন) কনওয়ে মাত্র একটি ম্যাচ ব্যর্থ হওয়ার পরেই ওকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। সিএসকে কিন্তু এই ভুলের জন্য আফসোস করবে। ওদের স্কোয়াডে একজন খুবই ভাল খেলোয়াড় ছিল, যাকে ওরা ঠিকমতো কাজেই লাগাতে পারেনি।’
সিএসকে দলে কামব্যাক করার পর, টানা তিনটি অর্ধশতরান করে ফেলেছেন কনওয়ে। দিল্লির বিরুদ্ধে ৮৭ রানের একটি ম্যাচ জেতানো ইনিংস খেলেন কিউয়ি তারকা। এখনও অবধি এবারের আইপিএলে চার ম্যাচে ৭৭-র গড়ে মোট ২৩১ রান করে ফেলেছেন তিনি। কিউয়ি তারকার প্রশংসা করতে গিয়ে কাইফের দাবি, ‘কনওয়ে একজন ক্লাস খেলোয়াড়। ওর কাছে সমস্তরকম শট রয়েছে এবং ৩৬০ ডিগ্রিতে শট খেলতে পারে ও। তাই বোলাররাও আন্দাজ করতে পারে না ও কী ধরনের শট খেলতে চলেছে।’