বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ২০২১-এর ফাইনালেরই পুনরাবৃত্তি হতে চলেছে ২৬ মার্চ, প্রথম ম্যাচেই KKR বনাম CSK

IPL 2022: ২০২১-এর ফাইনালেরই পুনরাবৃত্তি হতে চলেছে ২৬ মার্চ, প্রথম ম্যাচেই KKR বনাম CSK

চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স।

যেখানে গত বার আইপিএল শেষ হয়েছিল, সেখান থেকেই এ বার ফের শুরু হচ্ছে। ২০২২ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রানার্স কলকাতা নাইট রাইডার্স।

এই বছর ২৬ মার্চ ২০২১ আইপিএল ফাইনালের উন্মাদনায় মাততে চলেছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। যেখানে গত বার আইপিএল শেষ হয়েছিল, সেখান থেকেই এ বার ফের শুরু হচ্ছে। ২০২২ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রানার্স কলকাতা নাইট রাইডার্স। চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং দুইবারের বিজয়ী কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের হাত ধরেই ২০২২ আইপিএল শুরু হতে চলেছে। 

এই বছর মুম্বই, পুণে মিলিয়ে লিগের মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার মধ্যে মুম্বই, নবি মুম্বই মিলিয়ে হবে ৫৫টি ম্যাচ। আর পুণেতে হবে ১৫টি ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ব্রেবোর্ন স্টেডিয়াম এবং নবি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে লিগের ৫৫টি ম্যাচ। এবং পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে বাকি ১৫টি ম্যাচ। বাকি প্লে-অফের চার ম্যাচের ভেন্যু এখনও ঠিক হয়নি।

এ দিকেমুম্বইয়ের যানজট নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এর জন্য যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, যাতে সময় মতো ভেন্যুতে পৌঁছতে পারে টিমগুলো, তার জন্য মহারাষ্ট্র সরকার ‘গ্রিন চ্যানেল’ করার ব্যবস্থা করবে। যেমনটা বিশেষ অ্যাম্বুলেন্স এবং ভিআইপি চলাচলের ক্ষেত্রে করা হয়ে থাকে। যাতে রাস্তা পুরো ফাঁকা থাকে। এবং গাড়ি কোথাও না আটকায়।

এই বছর যেহেতু ১০ দলে আইপিএল হবে, যে কারণে লিগ পর্বের খেলাগুলি হবে দু'টি গ্রুপে ভাগ করে নিয়ে। প্রতিটা গ্রুপে থাকবে ৫টি করে দল। প্রতিটি দল নিজের গ্রুপের বাকি চারটি দলের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপের ১টি দলের বিরুদ্ধে ২টি ম্যাচ খেলবে। আর বাকি যে ৪টি দল থাকবে, তাদের বিরুদ্ধে খেলতে হবে ১টি করে ম্যাচ।

বন্ধ করুন