মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চরম হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সের জেরে মাত্র ৯৭ রানেই অল আউট হয়ে যায় চেন্নাই সুপার কিংস। ৩১ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ হারে সিএসকে। এই হারের ফলে এ মরশুমে আর প্লে-অফে যাওয়া হচ্ছে না সিএসকের। তবে ম্যাচ ঘিরে এক নতুন বিতর্ক শুরু হয়েছে।
সিএসকের ব্যাটিং ইনিংসের সময় শুরুর দিকে ওয়াংখেড়েতে বিদুৎ বিভ্রাটের জেরে ডিআরএস উপলব্ধ ছিল না। ম্যাচের মাত্র দ্বিতীয় বলেই সিএসকে ওপেনার ডেভন কনওয়েকে এলবিডব্লুতে আউট দেন আম্পায়ার। রিপ্লে দেখে বল উইকেট মিস করবে বলে মনে হলেও, কনওয়ের কাছে রিভিউ নেওয়ার জো ছিল না। ফলে হতাশ হয়েই সাজঘরে ফিরতে হয় তাঁকে। রবিন উথাপ্পার আউট নিয়েও যথেষ্ট সংশয় ছিল। এই ঘটনার পর শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেটমহলে।
কিন্তু সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং এই নিয়ে খুব বেশি কিছু বলেননি। তবে তাঁর দাবি যে ওই ডিআরএস বিতর্কের পর থেকেই একাধিক সিদ্ধান্ত তাঁর দলের বিরুদ্ধে গিয়েছে। ম্যাচ শেষে ফ্লেমিং বলেন, ‘এমন সময়ে এমন একটা জিনিস ঘটাটা খুবই দুর্ভাগ্য়জনক। আমরা বেশ হতাশ ছিলাম, তবে গোটাটাই তো খেলার অংশ এমনটা হতেই পারে তবে বলতেই হচ্ছে এর ফলে পর পর একাধিক ঘটনা ঘটেছে যা সিএসকের বিপক্ষে গিয়েছে। ’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।