বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ধোনি শুরু থেকে অধিনায়ক হলে CSK এত ম্যাচ হারত না, দাবি সেহওয়াগের

IPL 2022: ধোনি শুরু থেকে অধিনায়ক হলে CSK এত ম্যাচ হারত না, দাবি সেহওয়াগের

বীরেন্দ্র সেহওয়াগ ও সিএসকে দল। ছবি- পিটিআই/আইপিএল।

এ মরশুমে এখনও পর্যন্ত দশটির মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতেছে সিএসকে।

এ মরশুমে নিজেদের ১০ নম্বর ম্য়াচেরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। ১৩ রানে সেই ম্যাচ হারে সিএসকে। দশের মধ্যে সাতটি ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে সিএসকে। বীরেন্দ্র সেহওয়াগ মনে করছেন মহেন্দ্র সিং ধোনি শুরু থেকে অধিনায়ক থাকলে দলের এমন অবস্থা হত না। 

আইপিএল মরশুম শুরুর মাত্র দিন দুই আগেই ধোনি নিজেই রবীন্দ্র জাদেজাকে সিএসকের অধিনায়কত্ব হস্তান্তরিত করেন। তবে আট ম্যাচের পরেই ফলাফল ভাল না হওয়ায় ফের একবার ধোনিকে অধিনায়কত্ব ফিরিয়ে দেন জাদেজা। সেহওয়াগের মতে জাদেজাকে অধিনায়ক করার সিদ্ধান্তটাই ভুল ছিল। Cricbuzz-কে সেহওয়াগ বলেন, ‘মরশুমের শুরুতে ওরা ঘোষণা করে যে ধোনি আর অধিনায়কত্ব করবেনা, বরং জাদেজা দলের অধিনায়ক হবে। সেটাই ওদের প্রথম ভুল ছিল।’

সিএসকে বর্তমানে লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে। ১০-র মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতেছে হলুদ ব্রিগেড। সেহওয়াগের দাবি, ‘শুরুতে নির্দিষ্ট কোনও এগারোজন খেলোয়াড়ই ছিল না। রুতুরাজ গায়কোয়াড় শুরুর দিকে রান করেনি। ব্যাটাররা খারাপ ফর্মে ছিল, শুরুটাও বাজে হয়েছিল এবং সেখান থেকে এই মরশুমটা বরাবরই টালমাটাল হওয়ার কথা ছিল। ধোনি যদি শুরু থেকেই অধিনায়ক থাকত, তাহলেই পরিস্থিতিটা ভাল হলেও হতে পারত। হয়তো সিএসকেকে এতগুলি ম্যাচও হারতে হত না।’

বন্ধ করুন