বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > সমালোচিত নেতা ঋষভ পন্তের ঢাল হয়ে দাঁড়ালেন DC-র কোচ রিকি পন্টিং

সমালোচিত নেতা ঋষভ পন্তের ঢাল হয়ে দাঁড়ালেন DC-র কোচ রিকি পন্টিং

ঋষভ পন্তের ঢাল হয়ে দাঁড়ালেন DC-র কোচ রিকি পন্টিং (ছবি:টুইটার)

এবার পন্তের পাশে দাঁড়িয়েছেন দিল্লি ক্যাপিটলসের কোচ রিকি পন্টিং। পন্তের সমালোচকদের একহাত নিয়েছেন তিনি। পন্তকে তিনি বাইরের কথায় কান দিতে মানা করেছেন। চেন্নাই ম্যাচের পরে পন্টিং বলেন, ‘পন্ত মাঠে যা সিদ্ধান্ত নেয়, তার প্রত্যেকটাকে আমি সমর্থন করি। আমি নিজেও টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলাম।’

চলতি মরশুমে একেবারেই ফর্মে নেই দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক ঋষভ পন্ত। ২০২২ আইপিএল-এ এখনও পর্যন্ত ব্যাট হাতে ১১ ম্যাচে করেছেন ২৮১ রান। দলের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেছেন তিনি। চলতি মরশুমে ঋষভের রানের গড় ৩১.২২ এছাড়াও ১৫২.৭১ স্ট্রাইক রেটে তিনি চলতি মরশুমে রান করেছেন। এই মুহূর্তে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পাঁচ নম্বরে রয়েছে পন্তের দিল্লি ক্যাপিটলস। এরমধ্যেই লিগের ৫৫তম ম্যাচে চেন্নাইয়ে কাছে ৯১ রানে হেরেছে দিল্লি। সেই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন পন্ত। ১১ বলে মাত্র ২১ রান করে তিনি আউট হয়েছেন। সেই ম্যাচে তাকে মইন আলি বোল্ড করেন। এরপরে আরও সমালোচিত হয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। তার নেতৃত্ব করা নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলছেন।

তবে এবার ঋষভ পন্তের পাশে দাঁড়িয়েছেন দিল্লি ক্যাপিটলসের কোচ রিকি পন্টিং। পন্তের সমালোচকদের একহাত নিয়েছেন তিনি। পন্তকে তিনি বাইরের কথায় কান দিতে মানা করেছেন। চেন্নাই ম্যাচের পরে পন্টিং বলেন, ‘পন্ত মাঠে যা সিদ্ধান্ত নেয়, তার প্রত্যেকটাকে আমি সমর্থন করি। আমি নিজেও টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলাম। তাই জানি যে বিপুল চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সময় কতটা কম থাকে। বাইরে থেকে সমালোচনা করা অনেক সহজ ব্যাপার। কিন্তু বিশ্বাস করুন, মাঠের ভিতরে থাকলে কাজটা মোটেই সহজ নয়।’

পন্তের সিদ্ধান্ত নিয়ে অনেকই নানা প্রশ্ন করছেন। একটা সময় যাকে ভারতীয় দলের নেতা ভাবা হচ্ছিল তাঁরই নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠায় ঢাল হয়ে দাঁড়িয়েছেন পন্টিং। দিল্লি ক্যাপিটলসের কোচ বলেন,‘খুব কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। যেটা দলের পক্ষে ভাল,সে রকমই সিদ্ধান্ত নেয় অধিনায়ক। অনেক কিছু মাথায় রাখতে হয় তঁকে। বাউন্ডারির মাপ কতটা এবং সেই মুহূর্তে কোন ব্যাটার ক্রিজে রয়েছে,সেটা ভেবে বোলার আনতে হয় এবং ফিল্ডিং সাজাতে হয়। সহজেই বোঝা যাবে যে কতটা কঠিন কাজ এটা।’

বন্ধ করুন