চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঋষভ পন্তের উইকেটটাই সবথেকে বেশি তৃপ্তি দিয়েছে বলে জানালেন লখনউ সুপার জায়েন্টসের প্রতিভাবান তারকা মহসিন খান।
আরও পড়ুন: DC vs LSG: কুলদীপের ব্যর্থতা থেকে মহসিনের দারুণ স্পেল, এই ৫ কারণে হারলেন পন্তরা
রবিবার দিল্লির বিরুদ্ধে হাইস্কোরিং ম্যাচে মহসিন দুর্দান্ত বোলিং করেন। মূলত তাঁর সৌজন্যেই ছ'রানে জিতে গিয়েছে লখনউ। যে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে প্রায় ৪০০ রান উঠেছে, সেই ম্যাচে ওভারপিছু মাত্র চার রান খরচ করেছেন। সেইসঙ্গে আউট করেছেন ডেভিড ওয়ার্নার, দিল্লি অধিনায়ক পন্ত, রোভম্যান পাওয়েল এবং শার্দুল ঠাকুরকে। যাঁরা যে কোনও সময় সেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারতেন। সেই পরিস্থিতিতে তরুণ পেসার মহসিন ছাড়া ম্যাচের সেরা অন্য কেউ হতে পারতেন না।
ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে প্রতিভাবান পেসার বলেন, ‘যেভাবে ঋষভ পন্তকে যেভাবে ফাঁদে ফেলেছিলাম, সেটাই (আজকের ম্যাচে) আমার প্রিয় শিকার। আমি ব্যাক অফ দ্য লেন্থ বল করছিলাম। তখন কেএল রাহুল আমায় ফুল বল করতে বলে। কারণ (পন্ত হয়ত) ওই বলটা আশা করছিল না। আমি সেটাই করি এবং ওকে আউট করে দিই। অতীতে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছি, সেটাই বজায় রেখে চলেছি। আলাদা কিছু করিনি।’
আরও পড়ুন: IPL 2022: বোলাররা ভালই করেছে, ব্যাটিংই ডুবাল, LSG-র কাছে হেরে আক্ষেপ পন্তের
মহসিনের প্রতিভায় মুগ্ধ হয়েছেন লখনউয়ের অধিনায়ক রাহুলও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহুল বলেন, ‘ও দুর্দান্ত (বোলার)। মাসখানেক আগে ওকে নেটে প্রথমবার খেলেছিলাম। ওর বলে আর খেলতে চাই না। সত্যি! দারুণ বল করে ও। মাঝেমধ্যে নেটে ভয় ধরিয়ে দেয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।