বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: আম্পায়ারের সিদ্ধান্ত মানতেই হবে, নো বল বিতর্কে পন্তের বিপক্ষ মত সহকারী কোচ ওয়াটসনের

IPL 2022: আম্পায়ারের সিদ্ধান্ত মানতেই হবে, নো বল বিতর্কে পন্তের বিপক্ষ মত সহকারী কোচ ওয়াটসনের

দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন। ছবি- বিসিসিআই।

নো বল বিতর্কে পন্তের কর্মকাণ্ড নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। 

শেষ ওভারে নো বল নিয়ে চূড়ান্ত বিতর্কের মাঝেই শেষ হয় দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্য়ালসের ম্যাচ। ওবেদ ম্যাকয়ের এক ফুলটস বলে আম্পায়ার নো বল না দেওয়ায় তার বিরুদ্ধে গর্জে উঠেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত। মাঠে সহকারী কোচ প্রবীণ আমরেকে পাঠানো থেকে দল তুলে নেওয়ার প্রচেষ্টা সবই করেন পন্ত। তবে এই ঘটনায় দিল্লি অধিনায়কের পাশে নেই তাঁরই দলের আরেক সহকারী শেন ওয়াটসন।

ম্যাচ শেষে ওয়াটসন স্পষ্ট জানিয়ে দেন তিনি কোনওভাবেই গোটা ঘটনাকে সমর্থন করছেন না। বরং অধিনায়ক পন্তের বিরুদ্ধে গিয়েই তাঁর মত, ‘শেষ ওভারে যেটা হয়েছে, তা খুবই হতাশাজনক। দিল্লি ক্যাপিটালস কোনওভাবেই এটাকে সমর্থন করে না। আম্পায়ারের সিদ্ধান্ত মানতেই হবে, তা ঠিক ভুল যাই হোক না কেন। কেউ দুম করে মাঠে ঢুকে প্রতিবাদ জানাবে, এটা মানা যায় না। এটা একেবারে উচিত নয়। ছোট থেকে আমাদের সেখানো হয়েছে, যে আম্পায়ার সিদ্ধান্তই মেনে নিতে হবে। এখানেও আমাদের তাই করা উচিত ছিল।’

পরপর তিনটি ছক্কা মারার পর,  ওবেদ ম্যাকয়ের ওই ওভারের শেষ তিন বলের একটিতেও ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি রোভম্যান পাওয়েল। নো বল বিতর্কের জেরে দীর্ঘ বিলম্ব তাঁর দলেরই সুবিধা করে দিয়েছে বলে দাবি করেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কার্যত সঞ্জুর কথা মেনে নিয়েই ওয়াটসনের দাবি, ‘খেলার মাঝে এমন বড়সড় একটা স্টপেজের জেরে স্বাভাবিক গতিটা নষ্ট হয়ে যায়। এর ফলে ম্যাকয় নিজেকে সামলে নেওয়ার কিছুটা সময়ও পেয়ে যায়। স্টপেজটা রাজস্থানের মদতই করেছে। গোটা বিষয়টাই দুর্ভাগ্যজনক।’

 

বন্ধ করুন
Live Score