বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: নো বল বিতর্কে বিভক্ত ক্রিকেটমহল, খারাপ মনোভাব দাবি আজহারের, ভিন্ন মত ম্যাক্সওয়েলের

IPL 2022: নো বল বিতর্কে বিভক্ত ক্রিকেটমহল, খারাপ মনোভাব দাবি আজহারের, ভিন্ন মত ম্যাক্সওয়েলের

নো বল বিতর্কে ক্ষুব্ধ ঋষভ পন্ত। ছবি- টুইটার।

গোটা ঘটনায় উত্তেজিত হয়ে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্ত এক সময় দল তুলে নেওয়ারও ইঙ্গিত দেন।

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের শেষ ওভার এখন খবরের শিরোনামে। শেষ ওভারের তৃতীয় বল ওবেদ ম্যাকয়ের এক ফুলটস বল ঘিরে যত বিতর্ক। রোভম্যান পাওয়েলের বিরুদ্ধে করা তাঁর সেই বল কোমরের উপর ছিল বলে নো বলের দাবি জানায় দিল্লি ক্যাপিটালস। তবে তাদের সেই দাবিতে কর্ণপাত করেননি আম্পায়ার।

এই নিয়েই মাঠে সহকারী কোচকে পাঠানো থেকে গ্যালারি থেকে ‘চিটার, চিটার’ রব উঠা, সব মিলিয়ে একেবারে চরম বিতর্কের সৃষ্টি হয়। আম্পায়ারের বিরুদ্ধে ক্ষোভে দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত এক সময় মাঠ থেকে নিজের দলের খেলোয়াড়দের ফিরে আসারও ইঙ্গিত দেন। গোটা ঘটনাটি একেবারেই মেনে নিতে পারছেন না প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। এই বিষয়ে তিনি টুইট করে লেখেন, ‘দিল্লি ক্যাপিটালস খারাপ স্পোর্টসম্যান স্পিরিটের পরিচয়। ক্রিকেট জেন্টালম্যানের খেলা এবং এমন আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না।’

আজহারের সঙ্গে অনেকটা একই মত পোষণ করেন প্রখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও। তাঁর দাবি, ‘এই সিদ্ধান্তটা এক ঝলকে নেওয়াটা খুবই কঠিন। তবে যাই হয়ে যাক না কেন, কোনওভাবেই খেলোয়াড়দের ডেকে নেওয়াটা উচিত নয়। ম্যাচ ছেড়ে দিলে তো হয়েই গেল। কিন্তু ওখানে যদি ব্যাটাররা টিকে থাকে, তাহলেও জয়ের একটা সুযোগ তো থাকেই। গোটা পরিস্থিতিটা সামাল দিতে ওখানে ঠান্ডা মাথার প্রয়োজন ছিল।’

(আইপিএলের টাটকা খবর, সূচি, ফলাফল, পয়েন্ট টেবিল ও দুর্দান্ত সব ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)

হর্ষ ভোগলে ও আজহারের সঙ্গে আবার একমত হতে পারছেন না গ্লেন ম্যাক্সওয়েল ও ইরফান পাঠান। ম্যাক্সওয়েল দিল্লির পক্ষেই ব্যাট ধরে বলেন, ‘আম্পায়াররা তো সামনের পায়ে ওভারস্টেপের জন্য নো বল হচ্ছে কিনা, তা প্রতি বলে দেখে। তো সেখানে ফুলটসে নো বল হয়েছে কিনা, তা দেখতে পারবে না? গোটা বিষয়ে যুক্তি আছে।’ ইরফান আরও একধাপ উপরে গিয়ে সোজা কথায় জানিয়ে দেন, ‘ওটা স্পষ্ট নো বল ছিল।’ গোটা বিষয় নিয়ে যে ক্রিকেটমহল বিভক্ত হয়ে গিয়েছে, তা এখানেই স্পষ্ট হয়ে যায়। এই বিষয় নিয়ে তর্ক-বিতর্ক এত সহজে থামার নয়।

বন্ধ করুন