না দিল্লি ক্যাপিটালস, না রোভম্য়ান পাওয়েল, মরশুমের প্রথম ভাগটা কারুর জন্যই খুব একটা ভাল কাটেনি। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন পাওয়েল। শেষ পর্যন্ত সফলতা না পেলেও, অসাধ্য সাধনের চেষ্টা করেছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে, একেবারে ম্যাচ জিতিয়েই ফিরলেন তিনি।
১৪৭ রান তাড়া করতে নেমে, ১০ বলের ব্যবধানে দুই রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল দিল্লি। তবে পাওয়েল শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে ১৬ বলে অপরাজিত ৩৩ রান করে দলকে এক ওভার বাকি থাকতেই জয় এনে দেন। ম্যাচে নিজের পরিকল্পনার বিষয় বলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ তারকা বলেন, ‘পরিস্থিতি খুবই সহজ ছিল যেখানে প্রথম এক-দুই রান করে নেওয়ার প্রয়োজন ছিল। এটা করতে পারলেই বাউন্ডারি মারার বল তো পাবই। আমি ভালই খেলেছি। ওরা আমাদের আউট করতে নিজেদের সেরা বোলারদের আগে বল করিয়ে ফেলছিল। জানতাম আউট না হলে পরের দিকে পার্ট টাইম বোলাররা আসবেন।’
মরশুমের প্রথম সাত ম্যাচে মাত্র ৬৭ রান করেছিলেন পাওয়েল। তাও দলের কোচ ও অধিনায়ক তাঁর উপর আস্থা রেখেছিলেন বলেই জানান তিনি। ‘শুরুটা ভাল হয়নি ঠিক, তবে আমি ফর্মেই ছিলাম। এক-দুই বলে শুরুতে আউট হচ্ছিলাম, যা খারাপ বা ভাল ফর্মে আছে কিনা, তা বোঝানোর সুযোগ দেয় না। দলের অধিনায়ক, কোচ আমার পাশে এসে জানান যে আমি সবকয়টি ম্যাচ খেলব, তাই নিজের ক্রিকেটটা যেন উপভোগ করি। শুরুটা ভাল না হলেও, আমি যা খাটা খাটনি করেছি, তার উপর আমার ভরসা আছে।’ দাবি পাওয়েলের। মুশকিল পরিস্থিতি থেকে মাথা ঠান্ডা রেখে দলকে দুই পয়েন্ট এনে দিয়ে যে পাওয়েল দিল্লির কোচ-অধিনায়কের ভরসার মান রেখেছে, তা বলতেই হবে।