ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত মনে করা হয় দেবদূত পাডিক্কালকে। এ মরশুমে রাজস্থানের হয়ে এখনও অবধি আহামরি পারফর্ম করতে পারেননি পাডিক্কাল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শুরুটা ভাল করেও ১৮ বলে ২৪ রান করে আউট হন তিনি। তবে এই ম্যাচেই কিংবদন্তিদের পিছনে ফেলে এক দারুণ নজির গড়ে ফেললেন পাডিক্কাল।
শিবম মাভির বিরুদ্ধে চার মেরে আইপিএলে হাজার রানের গণ্ডি টপকে যান পাডিক্কাল। এই মাইলফলকে পৌঁছতে গৌতম গম্ভীর, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিদের থেকে কম সময় নিয়েছেন তরুণ টপ অর্ডার ব্যাটার। মাত্র ৩৫ ইনিংসে আইপিএলে হাজার রান করে ফেললেন পাডিক্কাল। গম্ভীর এই মাইলফলকে পৌঁছতে ৩৬, ধোনি ও রোহিত ৩৭ ইনিংস নেন। ভারতীয়দের মধ্যে একমাত্র সচিন তেন্ডুলকর এবং সুরেশ রায়নাই পাডিক্কালের থেকে দ্রুত হাজার আইপিএল রানের গণ্ডি পার করেছেন।
সচিন সবচেয়ে দ্রুত ৩১ ইনিংসে নিজের হাজার রান পূর্ণ করেন। রায়না নেন ৩৪ ইনিংস। এই তালিকায় পাডিক্কাল ঋষভ পন্তের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে রইলেন। গত মরশুমে আরসিবির হয়ে ৪১১ রান করার পর এ মরশুমে তাঁকে ৭.৭৫ কোটি টাকায় কেনে রাজস্থান। এখনও পারফর্ম না করতে পারলও, ২১ বছর বয়সি তারকার এই নজির তাঁর প্রতিভা প্রমাণ করার জন্য যথেষ্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।