বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: বাদ দিতে চাইনি যশস্বীকে, কিন্তু সেটাই বলা হয়েছিল! শ্রেয়সের পর বোমা ফাটালেন সঞ্জু

IPL 2022: বাদ দিতে চাইনি যশস্বীকে, কিন্তু সেটাই বলা হয়েছিল! শ্রেয়সের পর বোমা ফাটালেন সঞ্জু

সঞ্জু স্যামসন। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)

এবার আইপিএলের শুরুতে একেবারেই ভালো ফর্ম ছিলেন না যশস্বী জয়সওয়াল। প্রথম তিন ম্যাচে মাত্র ২৫ রান করেছিলেন। তারপর তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। সম্প্রতি পঞ্জাব কিংসের বিরুদ্ধে দলে ফিরে ৬৮ রান করে ম্যাচের সেরা হয়েছেন। তারপর রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন জানালেন, যশস্বীকে বাদ দিতে চাননি তিনি।

দল থেকে বাদ দিতে চাননি যশ্বসী জয়সওয়ালকে। কিন্তু রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট এবং হেড কোচ কুমার সাঙ্গাকারার কথায় তরুণ ব্যাটারকে বাদ দেওয়া হয়েছিল। এমনটাই জানালেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। যে মন্তব্যের পর শ্রেয়স আইয়ার মন্তব্য উঠে আসছে।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যশস্বীর প্রসঙ্গে সঞ্জু বলেন, 'প্রথম দু'তিনটি ম্যাচে ও ভুলের জন্য আউট হয়ে যায়নি। (টি-টোয়েন্টিতে) আপনাকে ঝুঁকি নিতেই হবে। ও সেই ঝুঁকি নিচ্ছিল এবং আউট হয়ে যাচ্ছিল। অধিনায়ক হিসেবে আমি ওকে আরও সমর্থন করতে চাইছিলাম। ওকে আরও কয়েকটি ম্যাচে খেলাতে চাইছিলাম। তবে নিজের যাবতীয় অভিজ্ঞতার ভিত্তিতে সাঙ্গা বলেন, ওকে একটা বিরতি দেওয়া খুব প্রয়োজন। টুর্নামেন্টের শেষের দিকে ও তাজা থাকবে। তৈরি থাকবে।'

আইয়ারের সিইও মন্তব্য

সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর কেকেআরের প্রথম একাদশে লাগাতার পরিবর্তন নিয়ে শ্রেয়সকে প্রশ্ন করা হয়। তা নিয়ে নাইট অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে এটা (খেলোয়াড়দের বাদ দেওয়া) অত্যন্ত কঠিন কাজ। আমি যখন আইপিএল খেলতে শুরু করেছিলাম, তখন আমিও একই জায়গায় ছিল। আমরা কোচেদের সঙ্গে আলোচনা করি। অবশ্যই দল নির্বাচনের ক্ষেত্রে সিইও (বর্তমানে কেকেআরের সিইও হলেন বেঙ্কি মাইসোর) যুক্ত থাকেন। ’ যে মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। যদিও বিষয়টি নিয়ে শ্রেয়স কোনও ব্যাখ্যা দেননি। কেকেআরের তরফেও সরকারিভাবে মুখ খোলা হয়নি।

আরও পড়ুন: Shreyas Iyer's KKR CEO Comment: 'দল নির্বাচনে কখনও নাক গলান না CEO', শ্রেয়সের মন্তব্য নিয়ে দাবি KKR সূত্রের!

তবে কেকেআর ব্রিগেডের এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দল বাছাইয়ে নাক গলান না সিইও বেঙ্কি। কেকেআর টিম ম্যানেজমেন্টের এক সূত্র বলেছেন, ‘স্পষ্টতই এটার (শ্রেয়সের মন্তব্যের) ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমার মনে হয় না, কখনও দল নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত থেকেছেন বেঙ্কি (বেঙ্কি মাইসোর)। পুরোটাই নির্ভর করে অধিনায়ক এবং কোচের উপর। যখন সিইওয়ের মতামত চাওয়া হয় এবং যখন জানতে চাওয়া হয়, তখন উনি হয়তো কিছু মত জানিয়ে থাকেন। তবে এটাও বলা থাকে যে (সেই বিষয়ে) চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরাই (কোচ এবং অধিনায়ক)।’

বন্ধ করুন