বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ১৩ রান করে কমলা টুপির দৌড়ে আইয়ারকে টপকালেন দুবে, বেগুনি টুপির দৌড়ে ব্র্র্যাভো

IPL 2022: ১৩ রান করে কমলা টুপির দৌড়ে আইয়ারকে টপকালেন দুবে, বেগুনি টুপির দৌড়ে ব্র্র্যাভো

শিবম দুবে ও ডোয়েন ব্র্যাভো। ছবি- আইপিএল।

মুম্বইয়ের বিরুদ্ধে ব্র্যাভো দুই উইকেট নেন ও দুবে ১৩ রান করেন।

আইপিএলের মহারণ প্রায় মাঝ মরশুমে পৌঁছে গিয়েছে। পয়েন্টের লড়াইয়ের পাশাপাশি জমে উঠেছে ‘অরেঞ্জ ক্যাপ’ ও ‘পার্পল ক্যাপ’র লড়াইও। প্রতিদিনই দুই তালিকায় বদল ঘটছে তারকাদের অবস্থানের। চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের পরেও এমনটাই দেখা গেল।

সিএসকের হয়ে এ মরশুমে দারুণ ছন্দে থাকলেও, পল্টনদের বিরুদ্ধে শিবম দুবে ব্যর্থ হন। ১৪ বল খেলে মাত্র ১৩ রান করে আউট হন তিনি। কিন্তু এই ইনিংসের সুবাদেই ‘অরেঞ্জ ক্যাপ’ বা কমলা টুপির দৌড়ে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ারকে টপকে গেলেন তিনি। বর্তমানে সাত ম্যাচে ২৩৯ রান করে কমলা টুপির দৌড়ে শ্রেয়সের একধাপ আগে, চার নম্বরে রয়েছেন দুবে। শীর্ষে যথারীতি বিরাজমান জোস বাটলার। মুম্বই হারলেও পল্টনদের নতুন অন্বেষণ তিলক বর্মা ৫১ রান করেই তালিকায় শ্রেয়সের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। তাঁর এখনও পর্যন্ত মোট সংগ্রহ ২৩৪ রান।

কমলা টুপির দৌড়ে থাকা প্রথম পাঁচ:-

জোস বাটলার (৩৭৫ রান)

লোকেশ রাহুল (২৬৫ রান)

ফ্যাফ ডুপ্লেসি (২৫০ রান)

শিবম দুবে (২৩৯ রান)

শ্রেয়স আইয়ার (২৩৬ রান)

আইপিএলের সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ডোয়েন ব্র্যাভোও এ বছর ধীরে ধীরে ‘পার্পল ক্যাপ’ বা বেগুনি টুপির দৌড়ে সামিল হয়ে গিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ৩৬ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছিলেন ব্র্যাভো। ফলে তাঁর বর্তমান মরশুমে উইকেট মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ১২-তে। এর জেরেই একলাফে তিনি বেগুনি টুপির দৌড়ে তিন নম্বরে চলে এসেছেন। তবে ১৭ উইকেট নিয়ে শীর্ষে যুজবেন্দ্র চাহাল নিজের দখল বজায় রেখেছেন।

বেগুনি টুপির দৌড়ে থাকা প্রথম পাঁচ:-

যুজবেন্দ্র চাহাল (১৭ উইকেট)

কুলদীপ যাদব (১১ উইকেট)

ডোয়েন ব্র্যাভো (১২ উইকেট)

টি নটরাজন (১২ উইকেট)

আবেশ খান (১১ উইকেট)

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আমি মরতে চাই’, রেললাইন থেকে সরতে নারাজ কিশোরী, ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক গতবার অনুদান পাওয়া পুজো কমিটির মধ্যে এখনও টাকার আবেদন করেছে ২৪%, আরজি করের জের? 'আন্দোলনে রাজনীতির রং লাগাতে আসিনি'! 'গো ব্যাক' শুনে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার মালাইকার বাবার মৃত্যু, প্রাক্তন শ্বশুরবাড়িতে আরবাজ, ঘটনাস্থলে অর্জুনও, তারপর? ইন্টারনেটে ভাইরাল ঘি চা, কেন খাবেন এই চা? কী উপকার পাবেন আপনি গ্রেটার নয়ডার মাঠটা আমরাই বেছে নিয়েছিলাম: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের U-Turn ১০জন WBCS অফিসারকে IAS মর্যাদা দিল রাজ্য সরকার, সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্র 'আগে প্রশাসন মেরুদণ্ড সোজা করুক, তার পর আমাদের দিকে আঙুল তুলবেন' বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসের নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি কোচ জয়ন্ত পুশিলাল 'লন্ডন বানাতে গিয়ে ব্রিটিশ… RG Kar কাণ্ডে রাজ্য সরকারকে তুলোধোনা কনীনিকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.