এ বারের আইপিএলে শুরু থেকেই গুজরাট টাইটানস দাপট দেখিয়েছে। যোগ্য দল হিসাবেই রবিবাসরীয় (২৯ মে) ফাইনালে নামছে তারা। দলে নিজের কামব্যাক আইপিএল মরশুমে অজি উইকেটকিপার ম্যাথু ওয়েড ব্যাট হাতে একদমই পারফর্ম করতে পারেননি। প্রচুর সুযোগ পেলেও রান আসেনি।
এ মরশুমে নয় ম্যাচে ১৬.৫৬-র গড় ও ১১৬.৪১-র স্ট্রাইক রেটে মাত্র ১৪৯ রান করেছেন ওয়েড। সর্বোচ্চ স্কোর ৩৫। তা সত্ত্বেও ফাইনালের আগে কিন্তু আত্মবিশ্বাস ঝড়ে পড়ছে ওয়েডের গলা থেকে। cricket.com.au-কে এক সাক্ষাৎকারে ওয়েড বলেন, ‘আমি বড় ম্যাচ পছন্দ করি, ফাইনাল খেলতে ভালবাসি। আমার গোটা কেরিয়ারে আমি বরাবরই এই বড় মঞ্চ উপভোগ করি। ফাইনালের আগে ফর্মে ফিরে ফাইনালে ভাল খেলি। আশা করছি এ বারের ফাইনালেও তেমনটা করতে পারব।’
আমদাবাদের ভরা স্টেডিয়ামে দর্শকদের সামনে খেলতেও বেশ উচ্ছ্বাসিত ওয়েড। ‘আমরা মরশুম শুরুতেই এখানে একটি শিবির করি, তাই স্টেডিয়ামটি দেখেছি আমি। খুবই সুন্দর স্টেডিয়ামটা। বয়স বাড়লে দর্শকদের চাপ ততটা বোঝা যায় না। তবে এখানে যে পরিমাণ দর্শক আসার সম্ভাবনা রয়েছে, তাতে ম্যাচের ওপর প্রভাব পড়তে বাধ্য। আমি তো ভাবিইনি, আমি আবারও কোনোদিন আমার এমন অভিজ্ঞতা হবে। সুতরাং, গোটা বিষয়টাই আমি উপভোগ করব।’ বলে জানান ওয়েড।