আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের মহারণ। ইতিমধ্যেই অনেক ফ্রাঞ্চাইজিই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এ বছর দল বদল ঘটেছে গতবার কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে নিয়ে যাওয়ার অন্যতম বড় কারিগর রাহুল ত্রিপাঠী, তবে লক্ষ্যে তিনি অটল।
২০১৭ সালে প্রথমবার রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে আইপিএল খেলার পর থেকে ধীরে ধীরে সেরা টি-টোয়েন্টি লিগে ত্রিপাঠীর কাঁধ বেড়েইছে। গতবার তিনি নাইটদের হয়ে ১৪ ম্যাচে ১৪৬.৪০-র স্ট্রাইক রেটে মোট ৩৯৪ রান করেছিলেন। এবার তাঁকে ৮.৫ কোটি টাকার বিশাল মূল্যে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নতুন মরশুম শুরুর আগে নিজের লক্ষ্যে স্থির করে ফেলেছেন তিনি।
ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন ত্রিপাঠী। সেই কারণে নির্বাচকদের প্রভাবিত করতে মরিয়া তিনি। Times of India-কে এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘অনেক ক্রিকেটারই আইপিএলের দৌলতে ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন এবং আমিও একই লক্ষ্যে রয়েছি। সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়ে আমি খুবই খুশি। নিজের সেরাটা তো দেবই, পাশপাশি আমি জাতীয় নির্বাচকদেরও প্রভাবিত করার প্রচেষ্টায় রয়েছি।’
এ যুগের অসংখ্যা ক্রিকেটারদের মতো ত্রিপাঠীও মহেন্দ্র সিং ধোনির অনুরাগীর। জাতীয় দলে খেলা তো বটেই, নিজের আইডলের মতো একজন ভাল ফিনিশার হতেও আগ্রহী ত্রিপাঠী। ‘আমিও মাহি ভাইয়ের মতো ভাল ফিনিশার হতে চাই। প্রথম মরশুমেই মাহি ভাইয়ের অধীনে খেলা আমার কাছে ভীষণই সৌভাগ্যের ছিল এবং আরপিএস আমায় দলে নেওয়ায় আমি কৃতার্থ। উনার সঙ্গে সাজঘর ভাগ করার পাশাপাশি, উনার অভিজ্ঞতা থেকে শেখা, উনার সঙ্গে কথা বলাটা আমার কাছে বিরাট প্রাপ্তি ছিল। উনি সবসময় আমায় গাইড করেছেন। এখনও আমি যে দলেরই হয়ে খেলিনা কেন, উনার দেখা পেলেই ছুটে যাই।’ ধোনির তারিফ করে জানান ৩১ বছর বয়সী তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।