বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: রোমহর্ষক ভাবে হারতে বসা ম্যাচ জিতে উচ্ছ্বাসের প্লাবন GT শিবিরে- ভিডিয়ো

IPL 2022: রোমহর্ষক ভাবে হারতে বসা ম্যাচ জিতে উচ্ছ্বাসের প্লাবন GT শিবিরে- ভিডিয়ো

হায়দরাবাদকে হারিয়ে উচ্ছ্বাসে ভাসলেন হার্দিকরা।

বুধবার ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে ১৯৫ রানের বড় স্কোর করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই রান তাড়া করতে নেমে শেষ ওভারের ধামাকায় ৫উইকেটে ম্যাচ জিতে যায় গুজরাট টাইটানস। এই নিয়ে তারা আইপিএলের ৮টি ম্যাচ খেলে, সাতটিতেই জয় পেয়েছে।

গুজরাট টাইটানসের জিততে হলে শেষ ওভারে দরকার ছিল ২২ রান। বল করতে এসেছিলেন মার্কো জানসেন। সানরাইজার্স হায়দরাবাদ হয়তো স্বপ্নও ভাবেনি ২০তম ওভারটি তাদের কাছে বিভীষিকা হয়ে উঠবে।

জানসেনের এই ওভারে প্রথম বলে ছক্কা হাঁকান রাহুল তেওয়াটিয়া। দ্বিতীয় বলে হয় ১ রান। তৃতীয় বলে আবার ছক্কা হাঁকান রশিদ খান। চার নম্বর বলে কোনও রান হয়নি। ২ বলে বাকি ছিল ৯ রান। এর পর বাকি ২ বলে পরপর দু'টি ছক্কা হাঁকিয়ে ৫ উইকেটে দলকে রোমহর্ষক ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রশিদ খান।

এ দিকে ম্যাচ জয়ের আশা কার্যত ছেড়ে দিয়েছিল টাইটানস। তাই এমন রোমহর্ষক ম্যাচ জেতার পর যেন উচ্ছ্বাসের বাঁধ ভাঙে গুজরাট টাইটানস শিবিরে। ম্যাচ জিতিয়ে মাঠের মধ্যে পাগলের মতো দৌড়াচ্ছিলেন রশিদ আর রাহুল। ডাগ আউট ধারে বসে থাকা দলের বাকি সদস্যরা তখন আনন্দে লাফাচ্ছেন। রশিদ-রাহুল খুশির আলিঙ্গনে যাবতীয় ক্লান্তি কাটিয়ে ফেলেন। রশিদদের ভালোবাসায় ভরিয়ে দেন সতীর্থরা। আর ম্যাচ শেষের সেই উচ্ছ্বাসের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল।

বল হাতে এদিন কিছুই করে উঠতে পারেননি রশিদ খান। ৪ ওভার বল করে ৪৫ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। তবে প্রাক্তন দলের বিরুদ্ধে ব্যাট হাতে সেই রাগটা পুষিয়ে নিল আফগান তারকা। ১১ বলে অপরাজিত ৩১ রানের দুরন্ত ইনিংস খেলে গুজরাটকে সাফল্য এনে দিলেন তিনি। তাঁর এই ইনিংসে রয়েছে ৪টি ছয়। রাহুল তেওয়াটিয়া আবার পাঁচে ব্যাট করতে নেমে ২১ বলে অপরাজিত ৪০ রানের অনবদ্য ইনিংস খেলেন। এই ইনিংসে দু'টি ছক্কা এবং চারটি বাউন্ডারি রয়েছে।

আরও পড়ুন: শেষ পাতে রাহুল-রশিদ বিস্ফোরণ, উমরানের লড়াই ব্যর্থ করে জিতল গুজরাট

আরও পড়ুন: ১ দিনেই RR-কে সিংহাসনচ্যুত করে শীর্ষে GT, বড় ধাক্কা খেল SRH

আসলে হায়দরাবাদের করা ১৯৫ রান তাড়া করতে নেমে ওপেনার ঋদ্ধিমান সাহা ৩৮ বলে ৬৮ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন। ১টি ওভার বাউন্ডারি এবং ১১টি বাউন্ডারির হাত ধরে। তবে মাঝে উমরান মালিকের দাপটে কিছুটা গুটিয়েই গিয়েছিল গুজরাট। ৫ উইকেট নিয়ে তখন ওয়াংখেড়েতে আগুন ঝড়াচ্ছেন উমরান। ম্যাচ কার্যত হাত থেকে বের হয়ে যাচ্ছিল গুজরাটের। ১৬ ওভারে ৫ উইকেটে ১৪০ রান ছিল গুজরাটের। সেখান থেকে রশিদ এবং রাহুলের লড়াই পুরো অঙ্কের হিসেবটাই এলোমেলো করে দেন। ম্যাচের সেরা হওয়ার পরও হয়তো তাই হারের যন্ত্রণাটা বড় বেশি খচখচ করবে উমরানের মনে।

এ যেন একেবারে মধুর প্রতিশোধ নেয় গুজরাট। প্রথম পর্বে সানরাইজার্স হায়দরাবাদের কাছেই একমাত্র ম্যাচে হারতে হয়েছিল গুজরাট টাইটানসকে। আর বুধবার তারই মধুর বদলা নিল হার্দিক পাণ্ডিয়ার টিম। লোমহর্ষক উত্তেজনার ম্যাচে ৫ উইকেটে হায়দরাবাদকে হারিয়ে ফের লিগ টেবলের শীর্ষে উঠে এল গুজরাট। ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতলেন হার্দিকরা। একেবারে একে থাকার যোগ্য দলের মতোই পারফরম্যান্স করে চলেছে গুজরাট টাইটানস।

এ দিন টসে জিতে ফিল্ডিং নেয় গুজরাট টাইটানস। প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ শুরুর দিকে ২ উইকেট হারালেও অভিষেক শর্মা (৪২ বলে ৬৫) এবং এডেন মার্করাম (৪০ বলে ৫৬) হায়দরাবাদের হাল ধরেন। এর পর সাতে নেমে শশাঙ্ক সিং ৬ বলে ২৫ রানের দুরন্ত ইনিংস খেলে হায়দরাবাদকে পৌঁছে দেন ১৯৫ রানে। ৬ উইকেট তারা এই রান করেন। শামি ৩ উইকেট নিলেও বড় রানের লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। শামি ছাড়াও ১টি করে উইকেট নেন আলজারি জোসেফ এবং যশ দয়াল। তবে ১৯৫ করেও রশিদের দাপটে শেষ রক্ষা করতে পারল না হায়দরাবাদ। ম্যাচ হারের যন্ত্রণার সঙ্গে, রশিদকে ধরে না রাখার জন্য নিশ্চিত ভাবে এখন হাত কামড়াচ্ছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি দলটি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.