জয়, জয়, জয়, হার, জয় - অভিষেক আইপিএলে অবিশ্বাস্য মিল দেখা গেল গুজরাটের দুই ফ্র্যাঞ্চাইজির। এমনকী ২০১৬ সালে যে দলের বিরুদ্ধে গুজরাট লায়নস যত নম্বর ম্যাচে হেরেছিল, ঠিক সেই দলের বিরুদ্ধে তত নম্বর ম্যাচেই হেরেছে গুজরাট টাইটানস।
পরিসংখ্যান অনুযায়ী, টানা তিনটি জয় দিয়ে ২০১৬ সালের আইপিএল অভিযান শুরু করেছিল সুরেশ রায়নাদের গুজরাট লায়নস। চতুর্থ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছিল। পঞ্চম ম্যাচে আবারও জয় এসেছিল। এবারের আইপিএলে আবার একইভাবে শুরু করেছে হার্দিক পান্ডিয়াদের টাইটানস। প্রথম তিনটি ম্যাচে জয় এসেছিল। চতুর্থ ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে হারতে হয়েছে। পঞ্চম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছেন হার্দিকরা।
আরও পড়ুন: IPL 2022: ফিঞ্চ নয়, রাহানের জায়গায় ওপেনিংয়ে অনামী ভারতীয় - SRH ম্যাচে কী হবে KKR-র একাদশ?
গুজরাট টাইটাইনস (২০২২ সালের আইপিএল):
১) লখনউ সুপার জায়েন্টস: পাঁচ উইকেটে জিতে আইপিএলে অভিষেক হয় টাইটানসের।
২) দিল্লি ক্যাপিটালস: ১৪ রান ঋষভ পন্তদের হারিয়ে দেন হার্দিক পান্ডিয়ারা।
৩) পঞ্জাব কিংস: ছ'উইকেটে জিতেছে গুজরাট।
৪) সানরাইজার্স হায়দরাবাদ: আট উইকেটে হেরে যায় গুজরাট। সেটাই এবারের আইপিএলের হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম জয়।
৫) রাজস্থান রয়্যালস: ৩৭ রানে জিতে আইপিএল তালিকার শীর্ষে চলে এসেছে গুজরাট।
গুজরাট লায়নস (২০১৬ সালের আইপিএল):
১) পঞ্জাব কিংস (তত্কালীন পঞ্জাব সুপার কিংস): পাঁচ উইকেটে জিতেছিল গুজরাট।
২) রাইজিং পুণে সুপারজায়েন্টস: সাত উইকেটে পুণেকে উড়িয়ে দিয়েছিল গুজরাট।
৩) মুম্বই ইন্ডিয়ান্স: তিন উইকেটে জিতেছিল গুজরাট।
৪) সানরাইজার্স হায়দরাবাদ: ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্সের বিরুদ্ধে স্রেফ উড়ে গিয়েছিল গুজরাট। ১০ উইকেটে হেরে গিয়েছিল।
৫) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: সেই হারের পরেই ছন্দে ফিরেছিল গুজরাট। ছ'উইকেটে জিতেছিল।