IPL 2022: জোস বাটলারের উইকেট ছিটকেও, তাঁকে প্রশংসায় ভরালেন লকি ফার্গুসন
1 মিনিটে পড়ুন . Updated: 15 Apr 2022, 12:59 PM IST- গুজরাটের বিরুদ্ধে ২৪ বলে ৫৪ রান করে লকির বলে বোল্ড হন বাটলার।
গুজরাট টাইটানসের বিরুদ্ধে ১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে একসময় বেশ ভালভাবেই এগোচ্ছিল রাজস্থান রয়্যালস। জোস বাটলার নিজের তুখড় ব্যাটিংয়ে ম্যাচ একপেশে করে দেওয়ার পূর্ণ পরিকল্পনায় ছিলেন। তবে তাঁকে ৫৪ রানে (২৪ বল) সাজঘরে ফেরত পাঠান লকি। তারপরেই ম্যাচে ফিরে আসে গুজরাট।
তবে বাটলারের উইকেট ছিটকে দিলেও, প্রতিপক্ষকে প্রশংসায় ভরালেন লকি। ম্যাচ শেষে লকি বলেন, ‘বাটলার যেভাবে ব্যাট করছিলেন, তাতে বেশি কিছু করার সুযোগ ছিল না। ও প্রথম বলেই আমায় ল্যাপ শট মারার পর কিছু তো ভিন্ন করতে হত। বলটা ভালই পড়েছিল এবং স্টাম্প ছিটকে যেতে দেখাতে আমার বেশ লাগে। আইপিএলে অনেকেই ওর মতো এমন আগ্রাসী ক্রিকেট খেলে। সেক্ষেত্রে তেমন কিছু করার থাকে না। ও আউট হওয়ায় সুবিধা হয়েছে।’
পাশাপাশি নিজের দলের সতীর্থদেরও প্রশংসা করতে ভোলেননি লকি। ‘হার্দিক (পান্ডিয়া) আজ প্রায় অপ্রতিরোধ্য ছিল। ওর উদ্যমটা বেশ পছন্দের। রশিদ (খান)ও ভাল বল করছে। একদিক থেকে ব্যাটারদের উপর চাপ তৈরি করছে। বিপক্ষের বদলে ওকে দল পাওয়াতে খুবই খুশি।’ লকি নিজেও রাজস্থানের বিরুদ্ধে ২৩ রানের বিনিময়ে তিন উইকেট নেন লকি। ৩৭ রানে ম্যাচ জিতে বর্তমানে আইপিএল লিগ তালিকায় একে গুজরাট।