বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: নতুন ফ্রাঞ্চাইজি হয়েও কীভাবে সাফল্য পেল গুজরাট টাইটানস, ফাঁস করলেন শামি

IPL 2022: নতুন ফ্রাঞ্চাইজি হয়েও কীভাবে সাফল্য পেল গুজরাট টাইটানস, ফাঁস করলেন শামি

সিএসকের বিরুদ্ধে গুজরাটের জার্সিতে মহম্মদ শামি। ছবি- পিটিআই।  (PTI)

সিএসকের বিরুদ্ধে ১৯ রান দিয়ে দুই উইকেট নেন শামি।

রবিবার (১৫ মে) ওয়াংখেড়ের ময়দানে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল। দুপুরের ম্যাচে রোদের তাপেও বল হাতে আগুন ঝরালেন মহম্মদ শামি। নির্ধারিত চার ওভার বল করে ১৯ রানের বিনিময়ে দুইটি মহামূল্যবান উইকেট তুলে নেন শামি। বল হাতে তিনিই দলের জয়ের ভিত গড়ে দেন।

ম্যাচ শেষে নিজের সাফল্যের বিষয়ে কথা বলতে গিয়ে শামির জানান, ‘বিকেলের ম্যাচ থাকলে সঠিক লেংথে বল করাটা খুব জরুরি। লেংথে বলে মারাটা সবসময় কিন্তু সহজ নয় এবং খুব বেশি কিছু চেষ্টা না করে জিনিসপত্র সহজ-সরল রাখাটাও জরুরি। আমাদের নিজেদের পরিকল্পনা থাকে এবং আশা করছি এভাবেই যেন তা সফল হতে থাকে।’ শামি এই ম্যাচে প্রথমে ডেভন কনওয়ে এবং শেষের দিকে মহেন্দ্র সিং ধোনিকে আউট করেন। এ মরশুমে ১৮টি উইকেট নিয়ে বর্তমানে ‘পার্পল ক্যাপ’ তালিকায় চারে আছেন তিনি।

প্রথম মরশুমেই গুজরাটের এমন সাফল্য কিন্তু অনেককেই চমকে দিয়েছে। শামি এর জন্য দলে সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাচ্ছেন। ‘নতুন ফ্রাঞ্চাইজিতে সকলের মধ্যে বন্ড তৈরি করাটা একদমই সহজ নয়। তবে আমরা গোটা বিষয়টা বেশ আনন্দের সঙ্গে উপভোগ করছি এং ম্যাচও জিতছি। সব কৃতিত্বটাই সাপোর্ট স্টাফদের। ওরাই সবটা অনেক সহজ করে দিয়েছে।’ দাবি শামির।

বন্ধ করুন