হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ২০২২ আইপিএল-এর শিরোপা জিতেছে গুজরাট টাইটানস। এরপরেই অভিনন্দন বার্তায় ভেসেছে গুজরাট দল। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান হয়েছে। যদিও তারপরে বেশ মজার জবাব দিয়েছে গুজরাট টাইটানস। যদিও ২০২২ আইপিএল-এর প্লে অফেও উঠতে পারেনি নাইটা রাইডার্স। তবু গুজরাট চ্যাম্পিয়ন হওয়ার পরে হার্দিকদের শুভেচ্ছা পাঠিয়েছিল শাহরুখ খানের দল।
কলকাতা নাইট রাইডার্সদের তরফ থেকে টুইট করে লেখা হল,‘কেম জলসা।’ যদিও এটি গুজরাটি ভাষা যারবাংলা অর্থ হল, আনন্দের এই মুহূর্তটা কেমন উপভোগ করছো!কলকাতা নাইট রাইডার্সের এই শুভেচ্ছা বার্তার জবাব দিতে সময় নেয়নি গুজরাট টাইটানস। গুজরাটের ফ্র্যাঞ্চাইজি দলের পক্ষ থেকে বাংলায় জবাব দেওয়া হয়। KKR-কে উদ্দেশ্য করে গুজরাট দলের পক্ষ থেকে টুইট করে লেখা হয়,‘শুধু টুইট করলে চলবে না, মিষ্টি চাই!’
২০২২ আইপিএল-এ একবারই কলকাতা ও গুজরাট মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে নাইটদের আট রানে হারিয়েছিল গুজরাট। ২০২২ আইপিএল-এর ৩৫তম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট। প্রথমে ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে হার্দিকরা তুলেছিল ১৫৬ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেছিল কলকাতা। ম্যাচের সেরা হয়েছিলেন রশিদ খান।এদিন রেকর্ডের পাথা থেকে সেই ম্যাচের স্মৃতি যেন উঠে এল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।