আইপিএলের দুই নতুন দল, লখনউ সুপার জায়ান্ট ও গুজরাট টাইটানসের ম্যাচ দেখতে মুখিয়ে ছিলেন দর্শকরা। বিশেষ নজর ছিল গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উপর। অধিনায়কত্ব তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের পরিপ্রেক্ষিতে হার্দিকের কেমন ফর্মে আছেন, তা পরখ করতে নিতেই সকলে তারকা অলরাউন্ডারের দিকে তাকিয়েছিলেন।
দুই মরশুম পর আইপিএল ম্যাচে বল করলেও কোনও উইকেট পাননি হার্দিক। ব্যাট হাতে করেছেন ২৮ বলে ৩৩ রান। তারকা অলরাউন্ডার মোটের উপর ঠিকঠাকই পারফর্ম করেছেন নিজের কামব্যাক ম্যাচে। আর হার্দিকের কামব্যাকেই উচ্ছ্বাসে ভাসলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ESPNCricinfo-র আলোচনাসভায় ম্যাচ শেষে রবি বলেন, ‘প্রথমত গোটা দেশের নজর ওর উপর ছিল। আমি নিজেও নজর রেখেছিলাম, ও বল করে কিনা দেখতে। ও চার ওভার বল করেছে। হ্যাঁ, কোনও উইকেট পায়নি ঠিকই, তবে এই চার ওভারের গুরুত্ব অপিরশীম। কারণ এই বোলিং করার সুবাদে ও যে আত্মবিশ্বাসটা পেয়েছে, তা এরপরের ম্যাচগুলিতে দ্বিগুণ হয়ে যাবে।’
শুরুতেই পরপর দুই উইকেট পরার পর হার্দিককে দায়িত্ব নিয়ে চারে ব্যাট করতে আসতে দেখেও খুশি শাস্ত্রী। ‘আমার মনে হয় বিশেষত ব্যাটিংয়ের দিক থেকে ও দারুণ মানসিকতার পরিচয় দিয়েছে। ও দুই উইকেট পরার পর ব্যাট করতে নেমে নিজের কাঁধে পুরো দায়িত্বটা নিয়ে নেয়। গুজরাটের জন্য এটা ভাল লক্ষণ। ব্যাটটাও কিন্তু মন্দ করেনি, তবে শেষমেশ ওর ভাইয়ের (ক্রুণাল) বিরুদ্ধে একটু লোভে পড়ে যায়। কিন্তু তার আগে অবধি সবটা ঠিকঠাক ছিল। ঝুঁকি না নিয়ে দারুণ সব শট খেলেছে। ও থাকলে তো আরও আগেই ম্যাচ শেষ হয়ে যেত।’ দাবি রবির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।