বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ‘ওরা অনেক বেশি স্বতঃস্ফূর্ত থাকবে’, RR নয়, GT-কেই এগিয়ে রাখছেন রায়না

IPL 2022: ‘ওরা অনেক বেশি স্বতঃস্ফূর্ত থাকবে’, RR নয়, GT-কেই এগিয়ে রাখছেন রায়না

সুরেশ রায়না।

রয়্যালস শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (আরসিবি) ৭ উইকেটে হারিয়ে মেগা ফাইনালে উঠেছে। ২০০৮ সালে উদ্বোধনী সংস্করণের পর ফের ফাইনালে উঠল রাজস্থান। মাঝে পার হয়ে গিয়েছে ১৪ বছর। আর প্রথম বার আইপিএল খেলেই ফাইনালে উঠেছে গুজরাট টাইটানস। দুরন্ত ছন্দে রয়েছেন হার্দিক পাণ্ডিয়ারা।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ ফাইনালে কিছুটা হলেও এগিয়ে রাখছেন গুজরাট টাইটানসকে। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এ বার আইপিএলেরফা মুখেমুখি হবে রাজস্থান রয়্যালস এবং টাইটানস।

রয়্যালস শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (আরসিবি) ৭ উইকেটে হারিয়ে মেগা ফাইনালে উঠেছে। ২০০৮ সালে উদ্বোধনী সংস্করণের পর ফের ফাইনালে উঠল রাজস্থান। মাঝে পার হয়ে গিয়েছে ১৪ বছর। আর প্রথম বার আইপিএল খেলেই ফাইনালে উঠেছে গুজরাট টাইটানস। দুরন্ত ছন্দে রয়েছেন হার্দিক পাণ্ডিয়ারা।

সুরেশ রায়না, যিনি অনেকগুলো আইপিএল ফাইনাল খেলেছেন, তিনি মনে করেন যে টাইটানসরা অনেক বেশি স্বতঃস্ফূর্ত থাকবে। কয়েক দিনের বিরতি পেয়েছে তারা। যা তাদের রয়্যালসের তুলনায় কিছুটা সুবিধা দেবে।

আরও পড়ুন: চড়াই উতরাই-এর মাঝেই IPL 2022 ফাইনালের টিকিট পেল রাজস্থান! একনজরে RR-এর যাত্রা

আরও পড়ুন: ফাইনালে উঠতে ১১টি ম্যাচ জিতেছে GT, একনজরে তাদের যাত্রা

স্টার স্পোর্টসে ক্রিকেট লাইভে আলেচনার সময়ে প্রাক্তন সিএসকে ব্যাটসম্যান বলেছেন, ‘আমি মনে করি গুজরাট টাইটানস ফাইনালে রাজস্থান রয়্যালসের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে। কারণ ওরা চার-পাঁচ দিন ভালো বিশ্রাম নিয়েছে এবং এই মরসুমে ওরা যে রকম ছন্দে রয়েছে, সেটাও একটি কারণ।’

তিনি আরও দাবি করেছেন, ‘তবে আমি বিশ্বাস করি, রাজস্থানকে হাল্কা ভাবে নেওয়া যাবে না কারণ ওরাও দুর্দান্ত ফর্মে রয়েছে এবং যদি জোস বাটলার এই মরশুমে শেষ বারের মতো বিস্ফোরণ ঘটান, তবে এটি তাদের জন্য একটি বিশাল বোনাস হবে। তাই, এটি একটি মহাকাব্যিক সংঘর্ষ হবে। এ ছাড়াও, আমেদাবাদে উইকেটটি দুর্দান্ত ছিল এবং আমরা ব্যাটারদের কাছ থেকে প্রচুর স্ট্রোক দেখেছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন