আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে, চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মরশুমে দুই নতুন দল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানস আইপিএলে যুক্ত হয়েছে। ২৮ মার্চ একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে দুই নতুন দলের আইপিএল সফর। তার আগে নিজের দলের এক তারকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন গুজরাট কোচ আশিস নেহরা।
গুজরাট দলে অনেক বিশেষজ্ঞই ভারসাম্যের অভাব দেখতে পেলেও, এক বিভাগে গুজরাট কিন্তু ভীষণ মজবুত, তা হল পেস বোলিং বিভাগ। লকি ফার্গুসন, মহম্মদ শামি, আলজারি জোসেফদের নিয়ে তৈরি গুজরাট পেস বোলিং ব্য়াটারি টুর্নামেন্টের অন্যতম সেরা হওয়ার দাবি রাখে। কোচ নেহরাও নিজের দল নিয়ে বেশ খুশিই এবং দলের তারকা পেসার মহম্মদ শামিকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত।
বোরিয়া মজুমদারের Backstage with Boria নামক শোয়ে নেহরা বলেন, ‘আমাদের দলে সবকিছুর মিশ্রণ রয়েছে যেটা খুবই জরুরি। অনেকে তো ১০, ১২, ১৪ কোটি টাকা দিয়েও খেলোয়াড় কিনেছে, তবে আমাদের দলে শামি আছে, যার উপর আমার অগাধ বিশ্বাস। অনেকে হয়তো বলবে ওর সাদা বলের ক্রিকেটে রেকর্ড খুব একটা ভাল নয়। তবে দিনের শেষে কাকে কেমনভাবে ব্যবহার করা হচ্ছে, তার উপর অনেক কিছু নির্ভর করে। আমরা এখানে এমন একজনের কথা বলছি যে বহুদিন ধরে ভাল পারফর্ম করে আসছে।’
শামিকে তাঁর জাতীয় দলের সতীর্থ জসপ্রীত বুমরাহর সঙ্গে একই আসনে বসান নেহরা। ‘শামিকে আমি একেবারে জসপ্রীত বুমরাহ সমকক্ষ মনে করি। সাদা বলের ক্রিকেটে টি-টোয়েন্টি বা ওয়ান ডে, যাই হোক না কেন, বুমরাহর ইকোনমি হয়তো ৭.৫ এবং শামি ৮.২, ৮.৫ ইকোনমিতে বল করে, তবে ওর স্ট্রাইক রেট দেখুন। ও একজন উইকেটশিকারী। শামির মতো একজন দক্ষ ও অভিজ্ঞ বোলার দলে থাকলে তার থেকে বেশি ভাল কিছুই হতে পারে না।’ দাবি নেহরার।