শতরানের ওপেনিং পার্টনারশিপের পর, মুম্বইয়ের বিরুদ্ধে শেষ তিন ওভারে জয়ের জন্য ২৯ রান দরকার ছিল গুজরাট টাইটানসের। হাতে সাত উইকেট ছিল। ক্রিজে ছিলেন হার্দিক পান্ডিয়া ও ডেভিড মিলার এবং ডাগ আউটে রশিদ খান ও রাহুল তেওয়াটিয়া বসে। এমন অবস্থায় সকলেই ভেবেছিল গুজরাট সহজেই ম্যাচ জিতে যাবে। কিন্তু শেষমেশ পাঁচ রানে ম্যাচ হারতে হয় টেবিল টপরাদের।
১৮ ওভারে হার্দিক ও শেষ ওভারে তেওয়াটিয়া, দুইজনেই রান আউট হন। এই দুইজনেরই দায়সারা রানিং নিয়ে ক্ষুব্ধ প্রাক্তনীরা। সেহওয়াগ তো সরাসরি গুজরাটের হারের দায়ভারই এই দুইজনের কাঁধে চাপালেন। Cricbuzz-এ তিনি বলেন, ‘গুজরাট টাইটানসের ওপেনাররা ফ্লপ করলে হয়তো কাজে দিত। ওরা ফ্লপ করলে দল জেতে। আজ ওরা এতভাল শুরুটা করে। দুই ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ হয়ে যাওয়া উচিত ছিল। হার্দিক পান্ডিয়া এবং রাহুল তেওয়াটিয়া নিজেরাই নিজেদের কবর খুড়েছেন। ওরা এমন একটা ম্যাচ মাঠে ফেলে এল, যেটা সহজেই জেতা উচিত ছিল।’
আরেক প্রাক্তনী কেভিন পিটারসেনও দুই গুজরাট তারকার রান আউটের সময় ডাইভ না মারা নিয়ে চটে লাল। ‘কঠিন রান আউটের সময় ডাইভই বাঁচিয়ে দেয়। আজ কেউই ডাইভ মারেননি। ওদের মধ্যে ওই মরিয়া ভাবটাই দেখা যায়নি, যাতে ওরা জিতে প্লে-অফের স্থান পাকা করবে। আমি হলে তো সাজঘরে এই পয়েন্টটাই তুলে ধরতাম। তবে এখানে এটা আর কে বলবে, অধিনায়ক তো নিজেই মরিয়া হয়ে ডাইভ মারেননি।’ Star Sports ম্যাচ শেষে বলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।