আইপিএলের নিলামে এবার যোগ দিয়েছিলেন আরিয়ান ও সুহানা খান। ছিলেন কলকাতা নাইট রাইডার্সের যুগ্ম-মালিক জয় মেহতা ও জুহি চাওলার মেয়ে জাহ্নবী। নিলামে তাঁরা গুরুত্বপূর্ণ ‘ইনপুট’ দিচ্ছিলেন বলে জানালেন নাইট সিইও বেঙ্কি মাইসোর। সঙ্গে মজা করে বললেন, ‘বেবি সিটিং’ করেছিলেন।
মেগা নিলামের পর কেকেআরের ফেসবুক লাইভে নাইট সিইওকে তরুণ ব্রিগেডের বিষয়ে প্রশ্ন করা হয়। সেই প্রসঙ্গে নাইট সিইও বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি তো জানো। তার মধ্যে একটা হল বাচ্চা সামলানোর কাজ (বেবি সিটিং)। আমি বলা হয় যে আমি বেবি সিটিংয়ের কাজ করি। কিন্তু বাচ্চারা দুর্দান্ত। জাহ্নবী আমায় আঙ্কেল বলে ডাকে। আরিয়ান ও সুহানা আমায় স্যার বলে ডাকে আবার। কারণ ওদের বাবা (শাহরুখ খান) আমায় স্যার বলেই ডাকে। ওরা সেটা থেকেই শিখেছে। আমার বাড়িতে তিনটি বাচ্চা আছে - দুটি মেয়ে এবং একটি ছেলে। তোমরা যেভাবে সম্মান দেখাচ্ছ, আমরা বাড়ির ওরা দেখায় না। ওরা খুব নম্রভাবে কথা বলছিল। তাই ওদের সামলানো একেবারে সহজ।’
শাহরুখ খানের ছেলে আরিয়ান এবং জাহ্নবী আগে নিলামে ছিলেন। সুহানা প্রথমবার নিলামের টেবিলে বসেছিলেন। তবে কারও অভিজ্ঞতা তেমন বেশি ছিল না। তাতেও তাঁরা যথেষ্ট সাহায্য করেছেন বলে জানিয়েছেন নাইট সিইও। তিনি বলেন, ‘ওরা অত্যন্ত আগ্রহী ছিল। কীভাবে কী হবে, কী করা হবে, তা জানতে চাইছিল। আমি বললাম যে তোমাদের উপর ক্যামেরা আছে। তাই একেবারে শান্ত আছ বলে দেখাতে হবে। দ্বিতীয়ত, নাম জোর বল না। কারণ অন্যরা শুনে ফেলবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।