বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ‘স্লগ ওভারে ধোনি, হার্দিকের মতো বিগ হিটারকে থামিয়েছেন’, PBKS পেসারে মুগ্ধ ইরফান

IPL 2022: ‘স্লগ ওভারে ধোনি, হার্দিকের মতো বিগ হিটারকে থামিয়েছেন’, PBKS পেসারে মুগ্ধ ইরফান

ইরফান পাঠান।

পঞ্জাব কিংসের তরুণ মাত্র ২৩ বছর বয়সে ডেথ ওভার স্পেশালিস্ট হয়ে উঠেছেন। হয়তো তিনি এ বার আইপিএলে মাত্র ৭ উইকেট নিয়েছেন। তবে পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে বোলিং করেও ১২ ইনিংসে ৭.৬৯ ইকোনমি রেট রেখেছেন। যা নিঃসন্দেহে বড় বিষয়।

এই বছর আইপিএলে উল্লেখযোগ্য বিষয় হল, তরুণ ভারতীয় ফাস্ট বোলারদের উত্থান। কুলদীপ সেন, মহসিন খান, এবং মুকেশ চৌধুরীর মতো তরুণরা অভিষেকেই নজর কেড়েছেন। সেই সঙ্গে স্পিডস্টার উমরান মালিকের দুরন্ত ছন্দ, সকলকে বিস্মিত করেছে। তাঁকে ভবিষ্যতে বিশ্বের অন্যতম দ্রুততম বোলার হিসাবে এখন থেকেই ভাবা হচ্ছে।

এদের মধ্যে আর এক প্রতিভাবান পেসার, যিনি এ বার আলাদা করে নজর কেড়েছেন, তিনি হলেন পঞ্জাব কিংসেপ আর্শদীপ সিং। যিনি তাঁর চতুর্থ আইপিএল খেলছেন। কিন্তু মাত্র ২৩ বছর বয়সে তিনি কিন্তু ডেথ ওভার স্পেশালিস্ট হয়ে উঠেছেন। হয়তো তিনি এ বার আইপিএলে মাত্র ৭ উইকেট নিয়েছেন। তবে পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে বোলিং করেও ১২ ইনিংসে ৭.৬৯ ইকোনমি রেট রেখেছেন। যা নিঃসন্দেহে বড় বিষয়।

ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান পঞ্জাব কিংসের এই তরুণকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। ইরফানের দাবি, ‘আর্শদীপ স্লগ ওভারে এমএস ধোনি এবং হার্দিক পান্ডিয়ার মতো বিগ হিটারকে থামিয়ে দিয়েছেন।’

আরও পড়ুন: IPL 2022-এ নজর কেড়ে T20 WC-এর জন্য জাতীয় দলে ঢোকার কড়া নাড়ছেন এই ৫ ক্রিকেটার

স্টার স্পোর্টসে আলোচনার সময়ে প্রাক্তন ফাস্ট বোলার আরও বলেছেন, ‘অর্শদীপ একজন বিশেষ খেলোয়াড়। তিনি তরুণ, আত্মবিশ্বাসী এবং একেবারে ঠিক পথে এগোচ্ছেন। এই সমস্ত গুণাবলী ওঁর বয়সের বোলারদের থেকে ওঁকে আলাদা করেছে। এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া বা অন্য বড় খেলোয়াড়দের ডেথ ওভারে থামিয়ে দিয়েছেন তিনি। এবং এটিই ওঁর প্রতিভার প্রমাণ।’

পাঠান মনে করেন, কাগিসো রাবাডার মতো একজন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক তারকার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া সত্ত্বেও আর্শদীপ যে পঞ্জাব কিংসে আলাদা করে নজর কাড়ছেন, তাতেই বোঝা যাচ্ছে, তিনি কতটা কার্যকরী।

ইরফান পাঠান বলেওছেন, ‘অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছেন আর্শদীপ। কাগিসো রাবাডা একজন প্রমাণিত আন্তর্জাতিক পেসার, তার পরেও একজন আনক্যাপড ভারতীয় পেসার যে স্বীকৃতি পাচ্ছেন, সেটাই প্রমাণ করে ওঁর প্রতিভা কতটা। তিনি পঞ্জাব কিংসের বড় সম্পদ হতে চলেছেন।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন