বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ‘আমি নির্বাচক হলে কার্তিককে T20 WC-এর দলে রাখতাম’, দাবি ভাজ্জির

IPL 2022: ‘আমি নির্বাচক হলে কার্তিককে T20 WC-এর দলে রাখতাম’, দাবি ভাজ্জির

দীনেশ কার্তিক। ছবি: এএনআই

রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দীনেশ কার্তিক যে রকম ভাবে ফিনিশারের ভূমিকা পালন করছেন, যে ভাবে খেলছেন, তাতে ভারতের প্রাক্তনীরা, তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখার বিষয়ে সরব হয়েছেন। 

কার্তিক আইপিএল-২০২২-এ দুর্দান্ত ছন্দে রয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করছেন তিনি। কার্তিক ১৩ ম্যাচে ৫৭.০০ গড়ে ২৮৫ রান করছেন। যা এই মরশুমে আরসিবি-র করা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান। তবে তাঁর ব্যাটিংয়ে যেটা সবচেয়ে বেশি চিত্তাকর্ষক বিষয় হয়েছে, সেটি হল তাঁর স্ট্রাইক রেট। কার্তিকের স্ট্রাইক রেট ১৯২.৫৬। সুনীল গাভাসকর আগেই দাবি করেছেন, এ বার তাঁকে ভারতীয় দলে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি সাফ জানিয়ে দিলেন, ‘আমি নির্বাচক হলে ওকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখতাম।’

আরও পড়ুন: ‘T20 WC-এ ভারতের হয়ে ৬ বা ৭-এ ব্যাট করুক ও’, RCB তারকার হয়ে ব্যাট ধরলেন গাভাসকর

স্টার স্পোর্টিসে আলোচনার সময়ে ভাজ্জি দাবি করেন, ‘আমি যদি নির্বাচক হলে ওকে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট দিয়ে দিতাম। উইকেটকিপার-ব্যাটার হিসেবে ও বিশ্বকাপের দলে থাকার যোগ্য। ভারতীয় দলে যদি দু'জন সেরা ফিনিশার রাখতে হয়, তাহলে তারা হল দীনেশ কার্তিক এবং হার্দিক পাণ্ডিয়া। ওরা দলকে আরও শক্তিশালী করে তুলতে পারে। চলতি আইপিএলে কার্তিক অসাধারণ ক্রিকেট খেলেছে। আশা করব, ওকে আরও আগে ব্যাট করতে নামাবে আরসিবি। ১৫-১৬ ওভার হাতে পেলে কার্তিক ম্যাচ ফিনিশ করে দেবে।’

ভারতের প্রাক্তন তারকা প্লেয়ার সুনীল গাভাসকর অবশ্য দাবি করেছেন, তিনি কার্তিককে ৬ বা ৭ নম্বর স্লটের জন্য বিবেচনা করবেন, যেখানে তিনি এই আইপিএলে বেশির ভাগ সময়ে ব্যাট করছেন। তাঁর মতে, ‘আমি অবশ্যই ওকে টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন একজন ব্যাটার হিসেবে দেখব, যে ৬ বা ৭ নম্বরে ব্যাট করবে, যেমনটা ও আরসিবির হয়ে করছে এবং ম্যাচকে প্রতিপক্ষের হাত থেকে বের করে নিয়ে আসতে পারবে।’

বন্ধ করুন