অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল বরাবর চোখে পড়েছে আইপিএলে। দিল্লি ক্যাপিটালসের মতো দল যেখানে তারুণ্যের জোয়ারে ভাসতে পছন্দ করে, সেখানে চেন্নাই সুপার কিংস বরাবর অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছে। আইপিএলের আসন্ন মেগা নিলামেও ঠিক তেমনই অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল চোখে পড়তে চলেছে।
আসলে নিলামে অংশ নিতে চলা ৫৯০ জন ক্রিকেটারের বয়সের গড় দাঁড়ায় ২৬ বছর। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে, নিলামে নিতান্ত তরুণরা যেমন অংশ নিচ্ছেন, তেমনই অভিজ্ঞ ক্রিকেটারদেরও অভাব নেই।
আসন্ন আইপিএল নিলামে সবথেকে বেশি বয়সের ক্রিকেটার হিসেবে অংশ নিতে দেখা যাবে ইমরান তাহিরকে। নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার দিনে তাঁর বয়স ৪২ বছর ৩১১ দিন। সুতরাং আইপিএল শুরুর আগেই তিনি ৪৩ বছর পূর্ণ করে ফেলবেন। বিসিসিআইয়ের প্রকাশ করা তালিকায় তাঁর বয়স উল্লেখ করা রয়েছে ৪৩।
সব থেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে নাম উঠবে আফগানিস্তানের নূর আহমেদের। নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার সময় আফগান স্পিনারের বয়স ১৭ বছর ২৯ দিন। উল্লেখযোগ্য বিষয় হল, ইমরান তাহিরের বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলার অভিজ্ঞতা ও ফর্মের দিকে তাকালে নিলামে তাঁর অনায়াসে দল পেয়ে যাওয়াই স্বাভাবিক। তাহিরের বেস প্রাইস ২ কোটি টাকা। আনক্যাপড নূর আহমেদের বেস প্রাইস ২০ লক্ষ টাকা।