বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: নতুন ইনিংস শুরু, SRH ক্যাম্পে এলেন স্টেইন

IPL 2022: নতুন ইনিংস শুরু, SRH ক্যাম্পে এলেন স্টেইন

নতুন ভূমিকায় ডেল স্টেইন

আসন্ন আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার পেস কিংবদন্তি ডেল স্টেইনকে।

২৬ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আসন্ন আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার পেস কিংবদন্তি ডেল স্টেইনকে। নিজের নতুন ইনিংস শুরু করতে বৃহস্পতিবারই ভারতে এসেছেন ৩৮ বছর বয়সী স্টেইন। গত বছরের অগস্টেই অবসর নিয়েছিলেন তিনি। শীঘ্রই সানরাইজার্স হায়দরাবাদের কোচিং স্টাফের সাথে যোগ দেবেন তিনি। যার মধ্যে প্রধান কোচ টম মুডি,ব্যাটিং কোচ ব্রায়ান লারা এবং স্পিন বোলিং কোচ মুরলিধরন রয়েছেন।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫ ম্যাচে ৯৭ উইকেট নিয়েছেন স্টেইন। ফ্র্যাঞ্চাইজি পোস্ট করা একটি ভিডিয়োতে তিনি বলেছেন, ‘হ্যাঁ,ফিরে আসতে পেরে আমি খুব খুশি। আমি কিছু সময়ের জন্য ভারতে ছিলাম তাই আমি এখানে ফিরে আসতে খুব বেশ রোমাঞ্চিত। বিমানবন্দর থেকে গাড়িতে আসতে আসতে অনেক স্মৃতি টাটকা হয়ে গেল।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকান দল বা আইপিএল দলগুলোর সঙ্গে আমি এখানে আগেও এসেছি।তাই আমি খুবই রোমাঞ্চিত। আমার জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা। এই কোচিং ভূমিকা নিয়ে আমি সত্যিই উত্তেজিত। খেলোয়াড়দের দেখার জন্য এটি একটি সম্পূর্ণ নতুন ভূমিকা যা অসাধারণ। আমি মাঠে নামার জন্য প্রস্তুত।’ স্টেইন ২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এবং অগস্টে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে কমেন্ট্রি করেছিলেন।

বন্ধ করুন