আইপিএল নিলামে ঝড় তুলেছিলেন ইশান কিষাণ। তবে চলতি মরশুমে মুম্বইয়ের হয়ে সেভাবে দাগ কাটতে পারেননি। এই বাঁহাতি ওপেনার। এই আবহে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভসকর দাবি করেন যে আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দলে সুযোগগ পাবেন না ইশান। প্রাক্তন ভারতীয় অধিনায়কের যুক্তি, ইশান যেভাবে শর্ট পিচ বলে নিজের দুর্বলতা সামনে এনেছেন, তাতে তাঁর অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
স্টারস্পোর্টসে ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে গাভসকর বলেন, ‘বাউন্সের বিরুদ্ধে ইশানের দুর্বলতা ফুটে উঠেছে এই আইপিএলে। এই আইপিএলে শর্ট পিচ বলে তিনি একাধিকবার আঘাত পেয়েছেন। এটাই দেখায় যে তিনি অস্ট্রেলিয়ার মতো পরিস্থিতির জন্য উপযুক্ত নন। সেখানে তো বাউন্স এখান থেকেও বেশি। অস্ট্রেলিয়ায় শর্ট পিচ বল সব দিক থেকে এসে আঘাত হানবে তাঁকে।’
উল্লেখ্য, আইপিএল-এর আগে ভারতীয় জার্সিতেও বাউন্সারের বিরুদ্ধে ইশানের দুর্বলতা ফুটে উঠেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে লাহিরু কুমারের বাউন্সার ইশানের মাথায় গিয়ে লেগেছিল। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সিরিজের পরের ম্যাচে ইশানকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এই আইপিএলও বারবার বাউন্সারের বিরুদ্ধে ইশানের দুর্বলতা প্রকাশ পেয়েছে। গতকাল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও ইশানকে কষ্ট করতে দেখা যায়। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ২০ বলে মাত্র ৮ রান করেন তিনি। চলতি আইপিএল-এ এখনও অবধি ৮ ম্যাচ খেলে ১০৮.১৫-র স্ট্রাইক রেট ও ২৮.৪৩ গড়ে মোট ১৯৯ রান করেছেন ইশান। প্রথম ম্যাচে ৮১ রান করা ছাড়া অন্য কোনও উল্লেখযোগ্য ইনিংস নেই তাঁর। প্রত্যাশামতো পারফর্ম না করতে পারায় চাপ বাড়ছে তাঁর উপর।