কলকাতা নাইট রাইডার্সের ১৭তম ওভারে বল করতে এসেছিলেন যুজবেন্দ্র চাহাল। এই ওভারই খেলার টার্নিং পয়েন্ট হয়ে যায়। এই ওভারেই হ্যাটট্রিক সহ ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন চাহাল। প্রথম বলেই তিনি ফেরান বেঙ্কটেশ আইয়ারকে। তার পরে শেষ তিন বলে পরপর ফেরান শ্রেয়স আইয়ার, শিবম মাভি এবং প্যাট কামিন্সকে।
আর এই ওভারেই নাইটদের জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। এর আগে নীতিশ রানাকেও ফিরিয়েছিলেন চাহাল। সব মিলিয়ে তিনি মোট ৫ উইকেট নেন। ম্যাচের সেরাও হন তিনি। আর তার পরেই বউ ধনশ্রী বর্মার একটি প্রশ্নের জবাবে পুরো ক্লিন বোল্ড হয়ে যান যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুন: এক ওভারেই খেল খতম, নাইট রাইডার্সের বিরুদ্ধে চাহালের দুর্দান্ত হ্যাটট্রিকের ভিডিয়ো দেখুন
ম্যাচের পর ব্র্যাবোর্ন স্টেডিয়ামের গ্যালারি থেকে ধনশ্রী জানতে চান, ‘আমি বায়োবাবল ছেড়ে বেরিয়ে গিয়েছি। কেমন লাগছে তোমার?’ এক গাল হাসি টেনে যুজি বলেন, ‘খুব ভালো লাগছে।’ তার পরেই ধনশ্রীর প্রশ্ন, ‘এত খুশি হলে যে হ্যাটট্রিক করে ফেললে?’ জবাবে যুজবেন্দ্র চাহাল বলেন, ‘হ্যাঁ, জীবনের প্রথম হ্যাটট্রিক বলে কথা।’ চাহাল এবং ধনশ্রীর এই কথাবার্তার ভিডিয়ো নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করে রাজস্থান লিখেছে, ‘চহাল খুশি, ভাবি খুশি, আমরাও খুশি।’
প্রথমে ব্যাট করে জস বাটলারের ৬১ বলে ১০৩ রানের হাত ধরে রাজস্থান রয়্যালস ৫ উইকেটে ২১৭ রানের ইনিংস গড়ে। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে ২১০ রানে অলআউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। চাহালের ৫ উইকেটই পার্থক্য গড়ে দেয়। বিশেষ করে ১৭ তম ওভারেই হয়ে যায় ম্যাচের আসল টার্নিং পয়েন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।