বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ব্রেভিসকে উৎসাহ দেওয়ায় পোলার্ডকে ঠেস বুমরাহর, জসপ্রীতকে মজাদার জবাব দিলেন মাহেলা

ব্রেভিসকে উৎসাহ দেওয়ায় পোলার্ডকে ঠেস বুমরাহর, জসপ্রীতকে মজাদার জবাব দিলেন মাহেলা

মুম্বই নেটে জয়বর্ধনে ও বুমরাহ। ছবি- মুম্বই ইন্ডিয়ান্স।

২৭ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইপিএল মরশুম শুরু করবে মুম্বই।

পাঁচ বারের রেকর্ড আইপিএল চ্যাম্পিয়ন গত মরশুমের ব্যর্থতার পর এ মরশুমে ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর। জোরকদমে চলছে প্রাক মরশুম প্রস্তুতি। রোহিত শর্মা, কায়রন পোলার্ড, জসপ্রীত বুমরাহ, সকলেই হাজির সেই অনুশীলনে। এর মাঝেই মুম্বই নেটে এক মজাদার ঘটনার সাক্ষী থাকলেন সকলে।

এ মরশুমে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ মাতানো ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছে মুম্বই। অনুশীলনে দক্ষিণ আফ্রিকান তরুণের বিরুদ্ধে বোলিং করছিলেন বুমরাহ। সেখানেই ব্রেভিস এক বল খেলার পর তাঁকে উৎসাহ দিতে দেখা যায় নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা পোলার্ডকে। এর পরেই অভিমানী বুমরাহ সতীর্থ পোলার্ডকে ঠেস মেরে বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন নন স্ট্রাইক এন্ড থেকে আমায় এমনভাবে কেউ উৎসাহ দিত বলে আমার তো মনে পড়ে না।’

বুমরাহর জবাবে পোলার্ড কিছু বলার আগেই পাশ থেকে দলের কোচ মাহেলা জয়বর্ধনে মজা করে বলেন, ‘মালি (লসিথ মালিঙ্গা) তো ছিল। খালি এটাই যা তুমি ওর কথা বুঝতে না।’ মাহেলার কথা শুনে সেখানে উপস্থিত সকলেই হেসে গড়াগড়ি যাওয়ার অবস্থা। মালিঙ্গা দীর্ঘ ১২ মরশুম মুম্বইয়ের হয়ে খেলেছেন।

শুরুর দিকে বুমরাহকে মালিঙ্গা যে যথেষ্ট সাহায্যও করেছেন, তা বুমরাহ নিজেও শিকার করে নিয়েছেন। সেই কথাই মনে করিয়ে দেন মাহেলা। প্রসঙ্গত, এবার ২৭ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইপিএল মরশুম শুরু করবে মুম্বই। পুনরায় নিজেদের জাত চেনাতে নিশ্চয়ই মরিয়া হবেন রোহিত, পোলার্ড, বুমরাহরা। গত মরশুমের ব্যর্থ হওয়ার পর এ মরশুমে আবার নক আউটে পৌঁছনোই মুম্বই দলের প্রথম লক্ষ্য হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন