কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শতরানের পর, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৫ বলে ১১৬ রানের একটি তুখড় ইনিংস খেলেন জোস বাটলার। এর জেরে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে আট ইনিংসে চারটি শতরান করে ফেললেন বাটলার। এ মরশুমে নিজের তৃতীয় শতরানের পর বাটলার স্বীকার করে নিচ্ছেন, তিনি জীবনের সেরা ফর্মে রয়েছেন।
বাটলারের ব্যাটে ভর করেই ১৫ রানে ম্যাচ জিতে নেয় রাজস্থান। নিঃসন্দেহে তাঁকেই ম্যাচের সেরাও ঘোষণা করা হয়। ম্যাচ শেষে সাক্ষাৎকারে রাজস্থান রয়্যালস তারকা বলেন, ‘এই ইনিংসটা বিশেষ ছিল। এই স্টেডিয়ামই (ওয়াংখেড়ে) আমার খুবই পছন্দের। এখানেই আমি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেছিলাম। আমি সত্যি বলতে নিজের কেরিয়ারের সেরা ফর্মে রয়েছি। মরশুম জুড়ে এই ফর্মটাই ধরে রাখতে হবে। দেবদূতও (পাডিক্কাল) কিন্তু অপরদিকে ভালই খেলছিল। আমরা পরিকল্পনা করেই দিল্লির বিরুদ্ধে আক্রমণের পথ বেছে নিই।’
এ বারের আইপিএল চারটি ম্যাচেই খেলা হচ্ছে। প্রায় অর্ধেক মরশুমের খেলা শেষ। একই পিচগুলিতে বারবার খেলা হওয়ায় টুর্নামেন্টের শেষের দিকে পিচের চরিত্রে বদল ঘটতে পারে বলেই মনে করছেন বাটলার। ‘একই উইকেটে খেলায় ভবিষ্যতে পিচের চরিত্র বদলাতে পারে। আজ কোনও শিশিরও ছিল না। তাই দলগুলি পরবর্তীতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেই পারে। টুর্নামেন্ট এগোলে সব দলকেই মানিয়ে নিতে হবে।’ দাবি বাটলারের। তবে ইতিমধ্যেই সাত ম্যাচে ৪৯১ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ দৌড়ে নিজের কব্জা প্রায় করেই নিয়েছেন বাটলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।