আইপিএলের তৃতীয় প্লেয়ার হিসেবে রাজস্থান রয়্যালসের তারকা জোস বাটলার মোট ৮০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন। এ বার তাঁর সামনে বড় নজির গড়ার চ্যালেঞ্জ। আর মাত্র ২৬ রান করলেই ডেভিড ওয়ার্নারকে টপকে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দুইয়ে উঠে আসবেন বাটলার। সেই সঙ্গে দ্বিতীয় প্লেয়ার হিসেবে আইপিএলে করে ফেলবেন ৮৫০ রান।
বাটলারের সংগ্রহ এখন ১৬ ম্যাচে ৮২৪ রান। ফাইনাল এখনও বাকি রয়েছে। বাটলারের আগে এখন রয়েছেন শুধু বিরাট কোহলি (৯৭৩ রান) এবং ডেভিড ওয়ার্নার (৮৪৮)। ওয়ার্নার ৮৫০ রান করতে পারেননি। তবে আজ রবিবার আইপিএল ফাইনালে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৮৫০ রান করার সুযোগ রয়েছে বাটলারের সামনে। তিনি অবশ্য নিজের ছন্দে থাকলে সহজেই টপকে যেতে পারবেন ওয়ার্নারকে। পাশাপাশি ৮৫০ রানও করে ফেলতে পারবেন। তবে কোহলিকে টপকানো তাঁর পক্ষে আর সম্ভব নয়।
আরও পড়ুন: প্রথম ব্রিটিশ প্লেয়ার হিসেবে Orange Cap জিতলেন বাটলার, RR-এর হয়েও নজির
আরও পড়ুন: ‘ওরা অনেক বেশি স্বতঃস্ফূর্ত থাকবে’, RR নয়, GT-কেই এগিয়ে রাখছেন রায়না
রানে কোহলিকে টপকাতে না পারলেও এক মরশুমে কোহলির ৪টি সেঞ্চুরির রেকর্ড কিন্তু স্পর্শ করে ফেলেছেন বাটলার। আইপিএলে কোহলির মোট ৫টি শতরানের রেকর্ড রয়েছে। সেটিও বাটলার ছুঁয়ে ফেলেছেন।
এ দিকে এক মরশুমে প্লে-অফে সবচেয়ে বেশি রানের মালিকও এখন বাটলার। এখনও পর্যন্ত এ বার আইপিএলের প্লে-অফের ২টি ম্যাচে বাটলার মোট ১৯৫ রান করেছেন। এর আগে ২০১৬ সালে ডেভিড ওয়ার্নার প্লে-অফে মোট ১৯০ রান করেছিলেন। তাঁকে এ দিন ছাপিয়ে গেলেন বাটলার। এই তালিকায় তিনে রয়েছেন রজত পতিদার। তিনি ২০২২ আইপিএলের প্লে-অফে মোট ১৭০ রান করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।