মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অনবদ্য হাফ-সেঞ্চুরিতে রাজস্থানকে জেতাতে না পারলেও দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন জোস বাটলার। বরং বলা ভালো রাজস্থান রয়্যালসের জার্সিতে সর্বকালীন রেকর্ড গড়লেন ব্রিটিশ তারকা। টপকে গেলেন অজিঙ্কা রাহানেকে।
1/5মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬৭ রানের অনবদ্য ইনিংসে জোস বাটলার রাজস্থানকে জয় এনে দিতে না পারলেও দুর্দান্ত একটি ব্যক্তিগত নজির গড়েন। চলতি আইপিএলের ৯ ম্যাচে ব্রিটিশ তারকার ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ৫৬৬ রান। সংগৃহীত রান সংখ্যার নিরিখে বাটলারের এটিই সেরা আইপিএল মরশুম। অর্থাৎ, কেরিয়ারে কোনও একটি আইপিএল মরশুমে বাটলারের করা এটিই এখনও পর্যন্ত সব থেকে বেশি রান। আরও উল্লেখযোগ্য বিষয় হল, রাজস্থান রয়্যালসের হয়ে একটি মরশুমে সব থেকে বেশি রানের এটিই সর্বকালীন রেকর্ড।
2/5বাটলার ভেঙে দেন অজিঙ্কা রাহানের রেকর্ড। এতদিন রাজস্থানের হয়ে একটি আইপিএল মরশুমে সব থেকে বেশি রানের নজির ছিল রাহানের দখলে। তিনি ২০১২ আইপিএলে রাজস্থানের জার্সিতে ৫৬০ রান করেছিলেন।
3/5২০১৮ আইপিএলে বাটলার রাজস্থানের হয়ে ৫৪৮ রান করেছিলেন। আপাতত এটি তালিকার তৃতীয় স্থানে নেমে যায়।
4/5২০১৩ আইপিএলে শেন ওয়াটসন রাজস্থানের হয়ে ৫৪৩ রান সংগ্রহ করেন। সেটি আপাতত সার্বিক তালিকার চার নম্বরে রয়েছে।
5/5রাহানে ২০১৫ আইপিএলেও রাজস্থানের হয়ে পাঁচশো রানের গণ্ডি টপকে যান। তিনি সেবছর ৫৪০ রান সংগ্রহ করেন। সেটি এখন তালিকার পাঁচ নম্বরে জায়গা করে নেয়।